ভ্যালেন্টাইনস ডে সেলে হাজার হাজার টাকা কমে কিনুন Motorola Edge 50 Fusion, রয়েছে দুর্দান্ত ক্যামেরা
আপনি যদি নিজের বা প্রিয়জনের জন্য নতুন স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে জনপ্রিয় একটি ফোনের সাথে পাওয়া লোভনীয় অফার সম্পর্কে জানাবো। এই স্মার্টফোনের নাম Motorola Edge 50 Fusion। এই ডিভাইসের সাথে ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার সহ এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত অফার আপনি ফ্লিপকার্টে পাবেন। আসুন মোটোরোলার ফোনটি কত টাকায় এখন কেনা যাবে দেখে নেওয়া যাক।
মোটোরোলা এজ ৫০ ফিউশন এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৫,৯৯৯ টাকা। তবে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ফ্লিপকার্ট এই ফোনের উপর ফ্লাট ১৯ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। যারপর এটি ২০,৯৯৯ টাকায় কেনা যাবে।
আবার আপনার কাছে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে দেওয়া হবে ২,০০০ টাকা ক্যাশব্যাক।
অফার এখানে শেষ নয়, মোটোরোলা এজ ৫০ ফিউশন এর সাথে ৬,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আপনার কাছে ভালো অবস্থার পুরানো ডিভাইস থাকলে সেটি এক্সচেঞ্জ করতে পারেন। এর নো কস্ট ইএমআই শুরু হয়েছে ৩৫০০ টাকা থেকে।
Motorola Edge 50 Fusion স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.