ভ্রমণপিপাসুদের জন্য উপযুক্ত বাইক এনেছে Hero, সহজেই পৌঁছনো যাবে পাহাড়-জঙ্গল
Hero Xpulse 210 অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। নতুন এই অফ-রোড মোটরসাইকেলের দাম ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। হিরো জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে বুকিং চালু করবে তারা। ডেলিভারি শুরু হবে মার্চে। বর্তমান Xpulse 200-এর তুলনায় বড় ইঞ্জিন, নতুন ডিজাইন, ও বেশি ফিচার্স রয়েছে নয়া মডেলটিতে।
Xpulse 200 ও Xpulse 210-এর দামের ব্যবধান ২৪,০০০ টাকা। তাই সংস্থা দুৃই বাইকেরই বিক্রি জারি রাখবে বলে আশা করা হচ্ছে। নতুন বাইকটিতে ২১০ ২১০ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ২৪ হর্সপাওয়ার এবং ২০.৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে ছয় গতির গিয়ারবক্স রয়েছে। এছাড়া, মসৃণ রাইডের জন্য মিলবে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।
অরিজিনাল এক্সপালসের ডিজাইন ধরে রাখলেও নতুন Hero Xpulse 210 একঝাঁক স্টাইলিং আপগ্রেড পেয়েছে। টেললাইটের নকশা বদলেছে। সামনের মাডগার্ডের ডিজাইন আরও তীক্ষ্ণ। চওড়া ফুয়েল ট্যাঙ্ক কভার এবং লম্বা উইন্ডস্ক্রিন ডুয়াল স্পোর্ট মোটরসাইকেলের লুকস এনেছে।
হিরো এক্সপালস ২১০ প্রচুর নতুন ফিচার্সে সজ্জিত। বাইকটিতে সম্পূর্ণ এলইডি লাইটিং সহ একটি ৪.২ ইঞ্চি টিএফটি কনসোল রয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করবে। ক্লাস্টারটি স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বিভিন্ন রিডআউট অফার করবে।
সাসপেনশনের জন্য, হিরো এক্সপালস ২১০-এর সামনে লং-ট্রাভেল টেলিস্কোপিক ফর্ক সেটআপ এবং পিছনে মনোশক ইউনিট বর্তমান। উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। সামনের চাকা ২১ ইঞ্চি এবং পিছনের চাকা ১৮ ইঞ্চির। বাইকটির ওজন ১৭০ কেজি (কার্ব)। এটি আলপাইন সিলভার, ওয়াইল্ড রেড, অ্যাজিওর ব্লু, এবং গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে উপলব্ধ।
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.