লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মধ্যবিত্তের সস্তায় গাড়ি কেনার শখ ঘুচে গেল, ৬২ হাজার টাকা দাম বাড়াল মারুতি সুজুকির

Published on:

ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী ৮ এপ্রিল থেকে তাদের সাতটি মডেলের দাম ৬২,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। গত মাসে ইন্দো-জাপানি কোম্পানিটি তাদের মডেলগুলির দাম ৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে এই ঘোষণা হয়েছে। মূল্যবৃদ্ধির তালিকায় গ্র্যান্ড ভিটারা থেকে শুরু করে ওয়াগন আর, আর্টিগা, ইকো, এবং ফ্রঙ্কস-এর মতো জনপ্রিয় গাড়ির নাম যোগ করা হয়েছে।

READ MORE:  দেশের একমাত্র মোটরসাইকেল যা ৩৩০ কিমি অব্দি মাইলেজ দেয়, নাম শুনলে চমকে যাবেন

মারুতির গাড়ির দাম ৬২,০০০ টাকা পর্যন্ত বাড়ছে

মারুতি সুজুকির এই সিদ্ধান্তের ফলে কোন কোন মডেল কত টাকা দামি হচ্ছে, একনজরে দেখে নেওয়া যাক। গ্র্যান্ড ভিটারা ৬২,০০০ টাকা পর্যন্ত দামি হচ্ছে। ইকো ভ্যানের দাম ২২,৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশের অন্যতম বেস্ট সেলিং গাড়ি ওয়াগন কিনতে ১৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হবে। ফ্যামিলি কার হিসাবে পরিচিত আর্টিগার দাম বেড়েছে ১২,৫০০ টাকা পর্যন্ত।

READ MORE:  পেট্রলের বিকল্প হিসাবে বাজারে সুপারহিট, CNG বাইকের বিক্রিতে নজির গড়ল Bajaj

অন্যদিকে, এক্সএল৬ মাল্টি পারপাস ভেহিকেল ও জনপ্রিয় সাবকমপ্যাক্ট ক্রসওভার,ফঙ্কসের মূল্য যথাক্রমে ১২,৫০০ টাকা এবং ২,৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবশেষে, কমার্শিয়াল গাড়ি বা ক্যাব হিসাবে ব্যবহৃত, ট্যুর এস মডেলটির দাম ৩,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। তালিকা দেখেই স্পষ্ট, গ্র্যান্ড ভিটারার দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে, যার ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে অতিরিক্ত ৬২,০০০ টাকা খরচ হবে।

READ MORE:  Maruti Jimmy: এবার জাপান কাঁপাবে মেড ইন ইন্ডিয়া Maruti Jimny, তবে অন্য নামে হবে লঞ্চ | Maruti Suzuki Launching Jimny in Japan See Features

উল্লেখ্য, জিমনি, ব্যালেনো, ডিজায়ার, সুইফট, ব্রেজা, এবং এস-প্রেসোর মতো মারুতির প্রোডাক্ট রেঞ্জের বাকি মডেলগুলির দাম এখনও পর্যন্ত এপ্রিলে বৃদ্ধির ফলে প্রভাবিত হয়নি। দাম বৃদ্ধির পক্ষে কোম্পানির যুক্তি, “ক্রমবর্ধমান ইনপুট খরচ এবং পরিচালন ব্যয়ের কারণে চলতি মাস থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.