লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মসাগ্রাম হয়ে বাঁকুড়া থেকে সোজা হাওড়া! প্রকাশ্যে এল ট্রেনের সময়সূচী

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলার রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এক কথায় সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বললে ভুল হবে না। আসলে এবার প্রকাশ্যে এল বাঁকুড়া-মসাগ্রাম রেল লাইন নিয়ে বড় আপডেট। বাঁকুড়া টু হাওড়া (Bankura Howrah Train) অবধি যাওয়া এবার হবে জলভাত। কারণ সামনে এল ট্রেন চলাচলের সময়সীমা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই সময়সূচীটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

প্রকাশ্যে সময়সূচী

বাঁকুড়া, বিষ্ণুপুর, মসাগ্রাম, হাওড়ার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মিটতে চলেছে। আগে হাওড়া থেকে বাঁকুড়া যাওয়া দুঃস্বপ্নের সমান ছিল সকলের কাছে। এদিকে বাঁকুড়া-মশাগ্রাম রেল লাইনের কাজ শেষই যেন হতে চাইছিল না। তবে আর চিন্তা নেই, কারণ বাঁকুড়া টু হাওড়া ভায়া মশাগ্রাম অবধি ছুটতে চলেছে ট্রেন। আর এই ট্রেন কখন কোন স্টেশনে দাঁড়াবে ছাড়বে সেটারও তালিকা সামনে উঠে এল।

READ MORE:  Howrah History: ৪৬ বছর চেষ্টা করেও দখল করতে পারেনি ইংরেজরা, হাওড়ার এই ইতিহাস জানেন না অনেকেই | When Britishers Failed To Capture Howrah

সৌমিত্র খাঁ লেখেন, ‘সুখবর সুখবর সুখবর !!ভারতীয় জনতা পার্টি কথা দিলে কথা রাখে। বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করে যাব। আজ বাঁকুড়া টু হাওড়া ভায়া মসাগ্রাম ট্রেন এর সময়সূচী দেওয়া হলো। কারো কোন মতামত থাকলে জানাবেন।’ তবে এই ট্রেন কবে থেকে চলবে, তা জানা যায়নি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কখন ছাড়বে ট্রেন?

সৌমিত্র খাঁ-এর তরফে যে সময়সূচীটি প্রকাশ করা হয়েছে সেখানে দুটি প্ল্যান রয়েছে। প্রথম প্ল্যান অনুযায়ী, ট্রেনটি বাঁকুড়া থেকে ছাড়বে সকাল ৭টা নাগাদ, এরপর সেটি মসাগ্রাম পৌঁছাবে সকাল ১০:৩০ থেকে ১০:৪০-এর মধ্যে। এরপর ট্রেনটি হাওড়া ঢুকবে দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ। অর্থাৎ বাঁকুড়া থেকে হাওড়া ঢুকতে সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা মতো। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে দুপুর ১২:৪৫ নাগাদ। এরপর সেটি মসাগ্রাম ঢুকবে ১৪:৩০ থেকে ১৪:৪০ মিনিট নাগাদ। এরপর সেটি বাঁকুড়া ঢুকবে বিকেল ১৭:৫৫ মিনিট।

READ MORE:  স্বামীর কিডনি বেচে ১০ লক্ষ নিয়ে পলাতক স্ত্রী, শুনে হাইকোর্ট যা বলল …

দ্বিতীয় প্ল্যান অনুযায়ী, ট্রেনটি ভোর ৪টে নাগাদ বাঁকুড়া থেকে ছেড়ে সেটি মসাগ্রামে ঢুকবে সকাল ৭:১৫ থেকে ৭:২৫ মিনিট নাগাদ। এরপর সেটি হাওড়া ঢুকবে সকাল ৯:০৫ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৯:১৫ মিনিটে। ট্রেনটি মসাগ্রামে ঢুকবে সকাল ১০:৫৫ থেক ১১:০৫ মিনিটে। এরপর ট্রেনটি বাঁকুড়া ঢুকবে দুপুর ১৪:৪০ মিনিটে।

READ MORE:  ক্লাসে সহপাঠীর সাথে মারপিট! করুণ পরিণতি দশম শ্রেণীর পড়ুয়ার

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.