লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মহাকাশে ডগফাইটিং! গোপনে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে চিন, চিন্তায় ভারত ও আমেরিকা

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তলে তলে এতকিছু! শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে বিশেষ রণনীতি গ্রহণ করল চিন! গোপনে অন্তরীক্ষে স্যাটেলাইট নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে রাখছে শি জিনপিংয়ের দেশ। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ডগফাইট (Dog Fighting)। তবে কি মহাকাশযুদ্ধের প্রস্তুতি? তেমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকান সেনার এক শীর্ষ কর্তা। মঙ্গলবার চিনের মহাকাশ মহড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আমেরিকান সেনাবাহিনীর ওই শীর্ষস্থানীয় নেতা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মহাকাশে ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চিনের?

সম্প্রতি চিন সম্পর্কে সতর্কবার্তা দিয়ে আমেরিকার ওই জেনারেল দাবি করেছেন, মহাকাশগঙ্গা তথা অন্তরীক্ষে নিজেদের স্যাটেলাইটের ক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ড্রাগনের দেশ। মঙ্গলবার ম্যাকঅ্যালিসি ডিফেন্স প্রোগ্রাম কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেন আমেরিকান অফিসার জেনারেল মাইকেল গুয়েটলিন।

READ MORE:  Champions Trophy 2025: কিউইদের ম্যাচ নিয়ে চিন্তায় ভারত! সেমিতে কোন দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া? | Which Team Will Team India Face In The Semi-finals?

আমেরিকান স্পেস ফোর্সের ভাইস চিফের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকাই এই অফিসার সম্মেলন চলাকালীন বলেন, পৃথিবীর খুব কাছাকাছি লো আর্থ অরবিটে 5টি ভিন্ন প্রকৃতির অবজেক্ট নজরে এসেছে। ওই আমেরিকান কর্তার দাবি, মহাকাশে কৃত্রিম উপগ্রহ গুলি নিজেদের মধ্যে আগেভাগে লড়াইয়ের প্রস্তুতি সেরে রাখছে। আমেরিকান জেনেরাল আরও বলেন, মূলত চিনের উদ্যোগেই মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। যার প্রভাব আমেরিকার কৃত্রিম উপগ্রহগুলিতেও অনুভূত হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

চিনের ডগফাইট আমেরিকার জন্য হুমকি?

মঙ্গলবার সম্মেলন চলাকালীন অন্তরীক্ষের বিভিন্ন কৃত্রিম উপগ্রহের উপস্থিতি সম্পর্কে কথা বলতে বলতে আচমকা আমেরিকান জেনারেল দাবি করেন, আমাদের কৃত্রিম উপগ্রহ গুলির খুব কাছাকাছি ডগ ফাইটিং চলছে। ট্রাম্পের ওই অফিসার জানান, কৃত্রিম উপগ্রহগুলি আমেরিকান স্যাটেলাইটের প্রায় গা ঘেঁষে ডগ ফাইটিংয়ে লিপ্ত হয়েছে। মূলত চারপাশে সমন্বয় সাধন করে অরবিটে বা লিওতে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে 5টি স্যাটেলাইট। এই কৃত্রিম উপগ্রহগুলি স্পেস অপারেশন চালানোর জন্য প্রতি মুহূর্তে অনুশীলন করে চলেছে। যা একপ্রকার আমেরিকার জন্য চিন্তার।

READ MORE:  ‘আর দেরি নেই, ঘরে ফিরছি’, আনন্দে উচ্ছ্বসিত সুনীতা, বুচ উইলমোররা! তাঁদের মহাকাশযান কখন নামছে ফ্লরিডা? কি বলছে নাসা?

গত বছরই গোপনে অন্তরীক্ষে ডগ ফাইট শুরু করেছিল চিন…

মঙ্গলবার আমেরিকার ওই সেনা জেনারেল জানান, গত বছর অর্থাৎ 2024 সাল থেকেই লো আর্থ অরবিটে ডগ ফাইটিং শুরু করে দিয়েছিল চিন। বলা চলে একেবারে গোপনে, নিজেদের স্যাটেলাইট গুলিকে মহাকাশ অভিযানের জন্য তৈরি করছিল জিনপিংয়ের দেশ। বেশ কয়েকটি সূত্র মারফত এও জানা গিয়েছে, ওই স্যাটেলাইট গুলির মধ্যে শিয়ান 24C নামক মোট 3টি পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ ও দুটি শিজিয়ান 605A/B স্যাটেলাইটও ছিল।

READ MORE:  ১২ ঘন্টার পথ এবার মাত্র ৩৬ মিনিটে! কিভাবে? কেদারনাথ যাত্রা নিয়ে বড় পদক্ষেপ

অবশ্যই পড়ুন: ISL সেমিফাইনালের আগে বড় ঝটকা মোহনবাগানে

চাপ বাড়ল ভারতেরও

আমেরিকান সেরা কর্তার বিস্ফোরক অভিযোগের পর চিনের গতিবিধির কথা জেনে কার্যত চাপে রয়েছে ভারতও। কেননা, চিন যেভাবে দীর্ঘ সময় নিয়ে মহাকাশযুদ্ধের প্রস্তুতি সারছে, তাতে আগামী দিনে আমেরিকার পাশাপাশি ভারতের জন্যও তা ভয়ের কারণ হয়ে উঠতে পারে। চিনের কৃত্রিম উপগ্রহগুলি অরবিটে যে দীর্ঘ অনুশীলন চালাচ্ছে তাতে ভবিষ্যতে ভারতীয় কৃত্রিম উপগ্রহ গুলির ওপরেও বড়সড় প্রভাব আসতে পারে। সেক্ষেত্রে চিনের এই গোপন মহড়া ভারতীয়দের যথেষ্ট চাপে ফেলবে একথা বলার অপেক্ষায় রাখে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.