মহাকুম্ভ মেলার শরণার্থীদের বিনামূল্যে সিম দিচ্ছে BSNL, লক্ষ্য নিরবিচ্ছিন্ন পরিষেবা
মহা সমারোহে চলছে মহাকুম্ভ মেলা। এই মেলা উপলক্ষে শরণার্থীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে বিনামূল্যে সিম দিচ্ছে BSNL। রবিবার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) মহাকুম্ভ তীর্থযাত্রীদের বিনামূল্যে সিম কার্ড প্রদান করছে এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় টেলিকম অবকাঠামো স্থাপন করেছে।
এদিন মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, “মেলা প্রাঙ্গনে BSNL একটি আলাদা গ্রাহক পরিষেবা কেন্দ্র স্থাপন করেছে। যেখানে তীর্থযাত্রী এবং ভক্তরা ঘটনাস্থলে সহায়তা, অভিযোগ নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা পাবেন।”
উল্লেখ্য, কুম্ভমেলায়, দেশের বিভিন্ন প্রান্ত তীর্থযাত্রীরা এসেছেন। তাদের নিজ নিজ সার্কেল থেকে বিনামূল্যে সিম কার্ড সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
আরও বলা হয়েছে যে, “যদি কোনও তীর্থযাত্রী তাদের সিম কার্ড হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন, তাহলে তাদের তাদের নিজ রাজ্যে ফিরে যেতে হবে না। বিএসএনএল সারা দেশের সমস্ত সার্কেল থেকে মেলা এলাকায় সিম কার্ড সরবরাহের ব্যবস্থা করেছে।”
এক্ষেত্রে, জানিয়ে রাখি পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে বিএসএনএল। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, কুম্ভ এলাকায় ফাইবার সংযোগ, লিজড লাইন সংযোগ এবং মোবাইল রিচার্জের মতো পরিষেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে, বিভিন্ন রাজ্যের সিম কার্ড উপলব্ধ করা হয়েছে, যা কেবল তীর্থযাত্রীদেরই নয়, সেখানে মোতায়েন নিরাপত্তা বাহিনীকেও উপকৃত করেছে।
২০২৫ সালের মহাকুম্ভ মেলায় নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা নিশ্চিত করার জন্য, মেলা এলাকায় মোট ৯০টি বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) টাওয়ার সক্রিয় করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.