মহা শিবরাত্রিতে বৃষ্টিতে ভিজবে বাংলা? কেমন আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলায়?

আজ ২৬শে ফেব্রুয়ারি। আজ মহা শিবরাত্রি। আজকেই শেষ হচ্ছে মহা কুম্ভের মেলাও। আজ গোটা দিন শিবের আরাধনা‌ করবেন‌ ভক্তরা। কিন্তু এর‌ইমাঝে শোনা যাচ্ছে আকাশের মুখ ভারী হতে পারে সন্ধ্যা থেকে! আজকের আবহাওয়া নিয়ে জানতে চান সবাই!

আজ কী বৃষ্টি হবে নাকি আবহাওয়া শুষ্ক থাকবে সেটাই জানাল হাওয়া অফিস। উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাই আজ শুষ্ক থাকবে।

READ MORE:  Indian Railways: তৎকাল টিকিট বুকিং-এ বড় পরিবর্তন, যাত্রীদের অবশ্যই জানা দরকার

এছাড়াও জানা গেছে, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার আবহাওয়াও শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও আগামীকাল‌ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। জানা গেছে শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত।‌ দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে তুষারপাতও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।‌

READ MORE:  Kia Cars: Airbag নিয়ে চরম সমস্যা, এই মডেলের ৮০ হাজার গাড়ি ফেরত নিচ্ছে KIA | Kia Motors taking 80,000 Vehicles Back and Promises to Repair for Free

গত সপ্তাহের বৃষ্টিপাত শেষে এই সপ্তাহে দেখা মিলেছে ঝলমলে রোদের। আপাতত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে‌ কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

 

Scroll to Top