সৌভিক মুখার্জী, কলকাতাঃ রেলযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় রেল এবার এক বিশাল উদ্যোগ নিল। এবার থেকে মহিলা RPF (Railway Protection Force) জওয়ানদের হাতে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো স্প্রে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই লঙ্কার গুঁড়ো তাদের আত্মরক্ষা এবং যাত্রীদের সুরক্ষায় কাজে আসবে। নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অভিনব উদ্যোগের ঘোষণা করেছেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কেন এমন সিদ্ধান্ত?
ট্রেন এবং রেল স্টেশনে নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকা মহিলা RPF জওয়ানদের অনেক সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে নির্জন স্টেশন বা চলন্ত ট্রেনে অসামাজিক কার্যকলাপ তো হতেই পারে। এছাড়া শারীরিক হেনস্থা বা অন্যান্য বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হন তারা। দ্রুত সমস্যা মোকাবিলা করার জন্য কোন ব্যাকআপ ব্যবস্থাও থাকে না তাদের কাছে। এহেন পরিস্থিতিতে নন-লিথাল (Non-lethal) অস্ত্র হিসাবে চিলি স্প্রে বা লঙ্কার গুঁড়ো স্প্রে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা জরুরী মুহূর্তে তাদেরকে আত্মরক্ষার কাজে সাহায্য করবে।
রেলের পক্ষ থেকে কী বলা হয়েছে?
RPF-এর ডিরেক্টর জেনারেল মনোজ যাদব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষিত পাবলিক স্পেস গড়ে তোলার জন্য যে লক্ষ্য নিয়েছেন, এই উদ্যোগ তারই অংশ। মহিলা RPF জওয়ানরা শক্তি, দৃঢ়তা এবং যত্নের প্রতীক। তাদের হাতে এই লঙ্কার গুঁড়ো স্প্রে তুলে দিয়ে আমরা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিলাম।”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
মহিলা যাত্রীদের সুরক্ষার দিকেও নজর
শুধুমাত্র মহিলা RPF নন, মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেন বা স্টেশনে যদি কোন মহিলা যাত্রী বিপদে পড়েন, তাহলে RPF জওয়ানরা তৎক্ষণাৎ এই অস্ত্র ব্যবহার করে সেই পরিস্থিতি সামাল দিতে পারবে এবং তাদেরকে মুক্ত করতে পারবে।
ভারতীয় রেলের এই উদ্যোগ নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। ট্রেন এবং রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি RPF জাওয়ানদের আত্মরক্ষার উপরেও জোর দিয়েছে ভারতীয় রেল। এখন দেখার বিষয় এই উদ্যোগ কীভাবে বাস্তবায়িত হয় এবং কতটা কার্যকর হয়।