লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মহিলারাই চালাবেন কোচবিহার রেল স্টেশন! নারী দিবসে বড় পদক্ষেপ ভারতীয় রেলের

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ পালিত হয় এই দিনটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীদের অবদানকে শ্রদ্ধা জানাতে এবং তাঁদের জীবন সংগ্রামের লড়াইকে তুলে ধরতে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়ে থাকে। আর এই দিনে নারীদের সন্মান জানাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল ভারতীয় রেল। আলিপুরদুয়ার ডিভিশন সূত্রে জানা গিয়েছে আজ থেকে কোচবিহার স্টেশনকে (Cooch Behar Station) প্রথম মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত রেল স্টেশন হিসেবে চিহ্নিত করা হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মহিলাদের পরিচালনায়  কোচবিহার স্টেশন

রেল সূত্রে জানা গিয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে সব মিলিয়ে মোট ৮৫টি স্টেশন রয়েছে। যার মধ্যে এই কোচবিহার স্টেশনটি সবচেয়ে পুরোনো একটি স্টেশন। কারণ এটি রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই স্টেশনে মহারাজারা ট্রেনে চড়ে কলকাতায় যাতায়াত করতেন এবং বাংলাদেশের মধ্যে দিয়ে কলকাতায় যাতায়াত করতেন। তাই এর ঐতিহাসিক গুরুত্বের কারণে কোচবিহার স্টেশনকে হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়েছে। আর এই হেরিটেজ সাইটের দায়িত্ব এবার তুলে দেওয়া হল মহিলাদের কাঁধে। আর আজ আন্তর্জাতিক মহিলা দিবস, তাই এই উপলক্ষে কোচবিহার স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে সরকারিভাবে স্টেশনটি মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হবে। একইসাথে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় কর্মকর্তারা।

READ MORE:  নিয়োগকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, EPFO-র নতুন পেমেন্ট নির্দেশিকা

যদিও বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সম্পূর্ণ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত রেল স্টেশন রয়েছে। যার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গে তথা বাংলার শিলিগুড়ি টাউন স্টেশন। এবার সেই তালিকায় আলিপুরদুয়ার ডিভিশনের কোচবিহার স্টেশনেরও নাম উঠতে চলেছে। তবে কোচবিহার স্টেশনটির গুরুত্ব আরও বেশি কারণ এটি শুধুমাত্র আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে প্রথম নারী পরিচালিত স্টেশন হবে না, এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় রেলের এই উদ্যোগটি নারীদের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে এনেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে নারীরা যেকোনো পেশায়, যেকোনো অবস্থানে সফল হতে পারে এবং সেক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কী বলছেন আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র?

এই প্রসঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ জানিয়েছেন, “কোচবিহার স্টেশনটি এখন থেকে পুরোটাই মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন মাস্টার, টিকিট পরীক্ষক এবং এমনকি আরপিএফ নিরাপত্তাকর্মী—সব ক্ষেত্রে এখন শুধুমাত্র মহিলারা দায়িত্ব পালন করবেন। এটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের (নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে) আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা পরিচালিত স্টেশন হতে চলেছে।”

READ MORE:  ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে আনা হচ্ছে ভারতে, রাখা হবে কোথায়?

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.