মহিলা IAS-র ফেসবুক পোস্টে হাসার শাস্তি, জামিন পেতে ২৭৩ কিমি ছুটতে হল যুবককে
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলা IAS অফিসারের সোশ্যাল মিডিয়া পোস্টে করা মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে পুলিশি হয়রানি হয়েছিল এক ব্যক্তির! এবার তাকেই নির্দোষ বলে দাবি করে জামিন দিল আদালত। সূত্রের খবর, আসামের নলবাড়ির IAS অফিসার বর্ণালি ডেকার সামাজিক পোস্টে অগ্রহণযোগ্য মন্তব্য করায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বর্ণালি। এবার সেই মামলাতেই জামিন (Bail) পেলেন এক অভিযুক্ত।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আসামের নলবাড়ির IAS অফিসার বর্ণালি ডেকার সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেট নাগরিক মন্তব্য করেছিলেন, ম্যাডাম আপনি কি আজ মেকআপ করেননি? ওই নেটিজেনের এই মন্তব্যে হাহা রিয়্যাক্ট দিয়েছিলেন অমিত চক্রবর্তী নামক আর এক নেট নাগরিক। যদিও এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মহিলা IAS লিখেছিলেন, তোমাদের সমস্যা কী?
আর এই ঘটনার পরই 3 অভিযুক্তের বিরুদ্ধে কোকরাঝাড় থানায় মামলা দায়ের করেন ওই মহিলা আধিকারিক। জানা যায়, সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের মধ্যে আলোচনার স্ক্রিনশটও আদালতে পেশ করেছিলেন ওই মহিলা IAS। সূত্র বলছে, সেই মামলাতেই জামিন পেলেন অমিত চক্রবর্তী নামক এক অভিযুক্ত।
আদালতে জামিনের পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, অভিযুক্ত চক্রবর্তী বলেছেন, সাইবার স্টকিং ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে তিনি শুধুই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাও আবার হাসির প্রতিক্রিয়া।
অমিত বলেন, আমি শুধু ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলাম। হাসির প্রতিক্রিয়া হওয়ায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে কোকরাঝাড় আদালত আমাকে জামিন দিয়েছে। আমি সত্যিই জানি না বর্ণালি ডেকা একজন IAS অফিসার নাকি ডেপুটি কমিশনার।
চক্রবর্তীর আরও সংযোজন, প্রথম দিকে আমি এই বিষয়ে কিছুই বুঝে উঠতে পারিনি। 23 জানুয়ারি আমার কাছে আচমকা পুলিশ স্টেশন থেকে কল আসে। জানানো হয়, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আমি যখন গোটা বিষয়টা বিস্তারিতভাবে জানতে চাইলাম আমাকে কিছুই জানানো হয়নি।
অমিতের শেষ সংযোজন, শেষ পর্যন্ত আমার উকিল আমাকে মামলাটি বুঝতে সাহায্য করেছিলেন। পরে বুঝতে পারি, নরেশ বড়ুয়া নামক এক ব্যক্তির মন্তব্যে প্রতিক্রিয়া জানানোয়ে আমাকে এমন হেনস্থার শিকার হতে হলো। আমি শুধুই প্রতিক্রিয়া জানিয়েছিলাম, এছাড়া আমি এই মামলার বিষয়ে আর কিছুই জানিনা।
আরও পড়ুন: ১৫০ মিটার বেঁটে হল এভারেস্ট, বিজ্ঞানীদের গবেষণায় চিন্তা বাড়ল ভারতের
আদালতের নির্দেশে জামিন পাওয়া অভিযুক্ত অমিত চক্রবর্তী জানান, মহিলা IAS বর্ণালি ডেকার দায়ের করা মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে ঠিকই তবে এর জন্য যথেষ্ট ঝক্কি পোয়াতে হয়েছে। সূত্র বলছে, জামিন দিতে অভিযুক্তর বাড়ি থেকে অন্তত 273 কিলোমিটার দূরে কোকরাঝাড় আদালতে তলব করা হয়েছিল অমিতকে। দীর্ঘ কাটাছেঁড়ার পর অবশেষে সেখানেই জামিন পেয়েছেন তিনি। বলা বাহুল্য, অমিত চক্রবর্তী ছাড়াও নরেশ বড়ুয়া ও আব্দুল সুবুর চৌধুরীর বিরুদ্ধে সাইবার স্টকিং ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ জানিয়েছিলেন মহিলা আধিকারিক।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.