মাইলেজ শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে! টাটা-মারুতির বুক কাঁপিয়ে ভারতে আসছে চাইনিজ গাড়ি
কম পেট্রল খরচ, কম দূষণ এবং সবুজ যানবাহন ব্যবহার করার উদ্দেশ্যে দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। সেই লক্ষ্যে, ভারতে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে চীনের বিওয়াইডি। ১৭ ফেব্রুয়ারি দেশে আসছে BYD Sealion। কোম্পানির দাবি, এই গাড়ি একবার ফুল চার্জ করলে ৫৬৭ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। অর্থাৎ আপনাকে বারবার চার্জ করতে হবে না।
উল্লেখ্য, এর আগে ২০২৫ অটো এক্সপো গাড়ির মেলায় এই ইভি সামনে এনেছিল BYD। অবশেষে ভারতে সেই গাড়ি লঞ্চ করার সিদ্ধান্ত নিল চিনের কোম্পানি বিল্ড ইওর ড্রিমস। আপনি যদি গাড়িটি কিনতে আগ্রহী, তাহলে জানিয়ে রাখি, এটির বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রাখা হয়েছে ৭০ হাজার টাকা।
কোম্পানিটি ই-এসইউভিতে বেশ কিছু প্রচারমূলক অফারও দিচ্ছে। ক্রেতারা ৭ বছর/১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি এবং বিনামূল্যে ইনস্টলেশন-সহ ৭ কিলোওয়াট এসি হোম চার্জার পাবেন। প্রথম ধাপে বৈদ্যুতিক এসইউভির ৭০ ইউনিট ডেলিভারি করা হবে বলে জানা গিয়েছে। যাঁরা জানেন না তাঁদের জানিয়ে রাখি, BYD Sealion 7 গাড়িটি চিন এবং ইউরোপজুড়ে বিক্রি হয়। প্রিমিয়াম এবং পারফরম্যান্স ট্রিমে উপলব্ধ এই ইলেকট্রিক SUV-এর ব্যাটারি ক্যাপাসিটি ৮২.৫৬ কিলোওয়াট আওয়ার।
BYD Sealion 7 সর্বোচ্চ ৩১৩ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক প্রদান করে। গাড়িটি ৬.৭ সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। এতে রয়েছে রিয়ার হুইল ড্রাইভ (RWD) এবং ফুল চার্জে রেঞ্জ ৫৬৭ কিলোমিটার। এই গাড়ির অন্য ভ্যারিয়েন্ট Sealion 7 পারফরম্যান্স সর্বোচ্চ ৫৩০ হর্সপাওয়ার এবং ৬৯০ এনএম টর্ক প্রদান করে। এই গাড়ির রেঞ্জ ৫৪২ কিলোমিটার।
অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন পাবেন গাড়িতে। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১২টি স্পিকার, অ্যাম্বিয়েন্ট লাইট, ওয়্যারলেস ফোন চার্জিং হেড-আপ ডিসপ্লে, প্রভৃতি। নিরাপত্তার দিক থেকে, ১১টি এয়ারব্যাগের পাশাপাশি ADAS স্যুট, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন ডিপার্চার অ্যাসিস্ট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, হিল হোল্ড কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সর পাওয়া যাবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.