মাইলেজ 320 কিমি, টপ স্পিড 141 কিমি, ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে বাজার তোলপাড়!
Ola Electric সদ্য তাদের নতুন Gen 3 ইলেকট্রিক স্কুটার রেঞ্জ লঞ্চ করেছে। নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে S1 Pro, S1 Pro+, S1 X, ও S1 X+ ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে তারা৷ এই স্কুটারগুলির হার্ডওয়্যার থেকে শুরু করে পারফরম্যান্সে একাধিক আপগ্রেড যুক্ত হয়েছে৷ রেঞ্জের টপ মডেল S1 Pro+ এবং ফুল চার্জে ৩২০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করছে সংস্থা। এটি ওলার ফ্ল্যাগশিপ স্কুটার হিসাবে এসেছে। চলুন দেখে নেওয়া যাক, S1 Pro+ ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব কী৷
এই প্রো প্লাস মডেল দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৪৬৮০ ভারত সেল-সহ ৫.৩ কিলোওয়াট ব্যাটারি প্যাক এবং ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। উভয় মডেলই সর্বোচ্চ ১৭.৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। বড় ব্যাটারি প্যাকটি ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ২.১ সেকেন্ড, সর্বোচ্চ গতি ১৪১ কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে রেঞ্জ ৩২০ কিলোমিটার। আর দ্বিতীয় ব্যাটারির রেঞ্জ ২৪২ কিলোমিটার।
নতুন S1 Pro+ চারটি রাইডিং মোড পাওয়া যাবে – হাইপার, স্পোর্টস, নরমাল এবং ইকো। এটির সামনে এবং পিছনে রয়েছে ডুয়াল ABS এবং টুইন ডিস্ক ব্রেক। মিলবে অতিরিক্ত ফোম-সহ একটি স্পোর্টি ডুয়াল-টোন সিট। অন্যান্য সুবিধাগুলির মধ্যে রয়েছে বডি-কালার মিরর, একটি নতুন ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম গ্র্যাব হ্যান্ডেল, রিম ডেকাল এবং ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তি, যা শক্তি পুনরুদ্ধারকে ১৫ শতাংশ বৃদ্ধি করে।
ওলা এস১ প্রো+ ইলেকট্রিক স্কুটার ছয়টি রঙের বিকল্পে পাওয়া যাবে – প্যাশন রেড, পোরসেলিন হোয়াইট, ইন্ডাস্ট্রিয়াল সিলভার, জেট ব্ল্যাক, স্টেলার ব্লু, মিডনাইট ব্লু। প্রথমেই বলা হয়েছে, এটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – ৫.৩ কিলোওয়াট আওয়ার ও ৪ কিলোওয়াট আওয়ার। দাম যথাক্রমে ১,৬৯,৯৯৯ টাকা এবং ১,৫৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। সবগুলোই প্রাথমিক মূল্য।
স্কুটার এবং ব্যাটারি উভয়ের জন্যই ৩ বছর/৪০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা ১৪,৯৯৯ টাকা দিয়ে ৮ বছর বা ১,২৫,০০০ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি ওয়ারেন্টি বাড়াতে পারেন। ঊল্লেখ্য, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মুভওএস ৫-এর বিটা রোল-আউট ঘোষণা করেছে ওলা। যেখানে স্কুটারগুলির জন্য বিভিন্ন আকর্ষণীয় নতুন বৈশিষ্ট্য নিয়ে আসার দাবি করা হয়েছে।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন দক্ষিণবঙ্গে সূর্যের প্রখর রোদ এবং বাতাসে অত্যাধিক জলীয়বাষ্প (Weather Update)…
This website uses cookies.