মাত্র একবার প্রিমিয়াম দিন, ৪০ বছর বয়স থেকে পান পেনশন—আজীবন নিশ্চিত আয়!
আজকাল অনেকেই বেসরকারি খাতে কাজ করেন, যেখানে অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা থাকে না। চাকরি জীবনে সঞ্চয় করলেও অনেকে বৃদ্ধ বয়সে পেনশনের সুবিধা পান না। তাই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সময়মতো সঠিক বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাকে এমনই একটি পেনশন পরিকল্পনার সম্পর্কে জানাব, যেখানে মাত্র একবার প্রিমিয়াম পরিশোধ করলেই আজীবন পেনশন পেতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, আপনি চাইলে ৪০ বছর বয়স থেকেই এই পেনশন সুবিধা নিতে পারেন।
আমরা কথা বলছি LIC সরল পেনশন পরিকল্পনা সম্পর্কে। এটি একটি তাৎক্ষণিক বার্ষিক পেনশন প্ল্যান, যার মাধ্যমে আপনি পলিসি নেওয়ার পরপরই পেনশন পেতে শুরু করবেন। এখানে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না—মাত্র ৪০ বছর বয়স থেকেই পেনশন পেতে পারেন!
এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো, এককালীন প্রিমিয়াম জমা দিলেই আপনি আজীবন নির্দিষ্ট পরিমাণ পেনশন পাবেন। অর্থাৎ, আপনি যখন প্রথমবার যে পরিমাণ পেনশন পাবেন, তা সারা জীবন একইভাবে চলতে থাকবে। এতে আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং অবসরের পরেও আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকতে পারবেন।
এই পরিকল্পনা তাদের জন্য আদর্শ, যারা কম ঝামেলায় দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চান। আপনি যদি ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য পেনশন পরিকল্পনা খুঁজছেন, তাহলে LIC সরল পেনশন প্ল্যান হতে পারে আপনার জন্য সেরা বিকল্প!
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.