লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ১০০ টাকায় জিও দিচ্ছে Jio Hotstar সাবস্ক্রিপশন, ফ্রিতে উপভোগ করুন IPL

Published on:

আগামী ২২শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা আসর। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এটি শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, বরং এটি একটি বিশাল উৎসব। আর এই উৎসবের আনন্দ দ্বিগুণ করতে রিলায়েন্স জিও নিয়ে আসলো এক দারুন অফার। মাত্র ১০০ টাকায় ৫ জিবি ডাটা এবং ৯০ দিনের Jio Hotstar সাবস্ক্রিপশন দিচ্ছে জিও। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।

এই প্ল্যানটি বিশেষভাবে আইপিএল ভক্তদের জন্য ডিজাইন করা হয়েছে। যারা কম খরচে হাই স্পিড ইন্টারনেট এবং লাইভ ম্যাচ দেখতে চান, তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে। 

বিনামূল্যে দেখা যাবে না আইপিএল

সম্প্রতি জিও Disney+ Hotstar-এর সঙ্গে সংযুক্ত হয়েছে এবং এই পরিবর্তনের ফলে জিও সাধারণ রিচার্জ প্ল্যান থেকে জিও সিনেমার সুবিধা বাতিল করে দিয়েছে। এর অর্থ হল আইপিএল ২০২৫ দেখতে হলে আপনাকে Jio Hotstar-এর সাবস্ক্রিপশন কিনতে হবে।

READ MORE:  ADA Recruitment 2025: মাসিক বেতন ৯০ হাজার! ADA সংস্থায় প্রচুর শূন্যপদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরি | Job News

কিন্তু নতুন ১০০ টাকার এই প্ল্যানের মাধ্যমে ৯০ দিনের জন্য ফ্রি Jio Hotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। ফলে আলাদা করে কোন রকম অতিরিক্ত সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন পড়বে না। 

১০০ টাকার প্রিপেইড প্লানে কী কী পাবেন?

জিওর এই ১০০ টাকার প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি মিলবে সেগুলি হল-

  • ৫ জিবি হাইস্পিড ইন্টারনেট দেওয়া হবে। 
  • ৯০ দিনের জন্য Jio Hotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। 
  • ডাটা শেষ হলে ৬৪ kbps স্পিডে ইন্টারনেট চলবে।
  • 1080p রেজোলিউশনে স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে আইপিএল দেখার সুবিধা দেওয়া হবে। 
READ MORE:  Pension: বয়স ৬০ পেরোলেই মিলবে ১২,০০০ টাকা পেনশন, মেগা প্রকল্প সরকারের | Government Of Uttar Pradesh Pension

তবে এক্ষেত্রে বলে রাখি, এই প্ল্যানে কোন রকম কলিং বা এসএমএস এর সুবিধা থাকছে না। এই ১০০ টাকার প্ল্যানটি শুধুমাত্র একটি ডেটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। এটি একটিভ করতে হলে আপনার কাছে জিওর একটি বেস প্ল্যান থাকতে হবে। অর্থাৎ, শুধুমাত্র এই প্ল্যানটি রিচার্জ করলেই হবে না। আপনাকে অন্য কোন জিও প্ল্যানের সাবস্ক্রিপশন নিতে হবে।

অন্যান্য Jio Hotstar প্ল্যানের তুলনায় এটি কতটা লাভজনক?

  • Jio Hotstar-এর মোবাইল প্ল্যান শুরু হচ্ছে ১৪৯ টাকায়, যা ৯০ দিনের মেয়াদ দেয়। এই প্ল্যানে শুধুমাত্র মোবাইল ডিভাইসে দেখা যাবে, তাও বিজ্ঞাপনসহ।
  • Jio Hotstar-এর সুপার প্ল্যান শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে। এটিতে স্মার্টফোন ও স্মার্ট টিভিতে 1080p রেজোলিউশনে দেখার সুবিধা এবং বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা দেওয়া হবে।
  • কিন্তু জিওর এই নতুন ১০০ টাকার প্ল্যানে স্মার্টফোন এবং স্মার্ট টিভি দুটিতেই 1080p রেজোলিউশনে দেখার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ৯০ দিনের জন্য Jio Hotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে এবং অতিরিক্ত ৫ জিবি ডাটা দেওয়া হবে।
READ MORE:  লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! ডিএ বৃদ্ধির আশায় জল ঢেলে দিল সরকার

বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র ১০০ টাকার এই প্ল্যানটি অন্যান্য প্ল্যানের তুলনায় অনেকটাই লাভজনক। তাই আইপিএলের মরসুম শুরু হওয়ার আগে অবশ্যই এই প্ল্যানটি রিচার্জ করে বিনামূল্যে আইপিএল উপভোগ করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.