মাত্র ১০ হাজার টাকার SIP-তে ৫.৩১ কোটি টাকা রিটার্ন, বাজারের সেরা এই স্কিম

শেয়ারবাজার দিনের পর দিন মন্দার দিকে গড়াচ্ছে। প্রতিদিন বাজারের ওঠানামা দেখে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কেউ লোকসান সামলে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন, আবার কেউ লোকসানের মুখোমুখি পড়ছেন। 

কিন্তু অবাক করার মত একটি বিষয় হলো, এই মন্দার বাজারেও এমন একটি মিউচুয়াল ফান্ড রয়েছে, যা প্রচুর পরিমাণে মুনাফা এনে দিচ্ছে। মাত্র ১০ হাজার টাকার মাসিক SIP বিনিয়োগ ২৫ বছরে ৫.৩১ কোটি টাকা এনে দিচ্ছে। চলুন এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

মন্দার বাজারেও বিনিয়োগকারীদের মুখে হাসি

বর্তমানে শেয়ার বাজারে টানা ৫ মাস ধরে মন্দা চলছে। বিনিয়োগকারীরা একের পর এক লোকসানের সম্মুখীন হচ্ছে। মিউচুয়াল ফান্ডের অবস্থা এখন সুবিধার নয়। নতুন বিনিয়োগকারীরা লাভের মুখ দেখার থেকে ক্ষতির মুখোমুখি হচ্ছে বেশি। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের গল্পটা একদম আলাদা।

READ MORE:  7th Pay Commission: আগামী সপ্তাহেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার, মার্চে এতটা বাড়বে বেতন | Dearness Allowance Hike

সূত্র বলছে, মিউচুয়াল ফান্ড সবসময় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্যই বেশি লাভজনক ফল এনে দেয়। কমপাউন্ডিং দীর্ঘমেয়াদে ভালো ফলাফল নিয়ে আসে। এর সবথেকে বড় উদাহরণ হল SBI Long Term Equity Fund। যারা ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে গেছেন তারা এই ফান্ড থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছেন।

মাত্র ১০ হাজার টাকা থেকে কোটিপতি

সূত্র বলছে, যদি কেউ ২৫ বছর আগে SBI Long Term Equity ফান্ডে প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে SIP শুরু করেন, তাহলে তার বিনিয়োগের পরিমাণ দাড়ায় মোট ৩০ লক্ষ টাকা। তবে চক্রবৃদ্ধি সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণে এই টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ৫.৩১ কোটি টাকায়। অর্থাৎ, বিনিয়োগ করা অর্থ ১৭ গুনেরও বেশি বৃদ্ধি পাবে।

READ MORE:  PNB-এর গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ২৬শে মার্চের আগে অবশ্যই এই কাজ করুন

১৯.০৩% XIRR রিটার্ন

মিউচুয়াল ফান্ড সাধারণত গড়ে ১২% হারে রিটার্ন দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হার বেড়ে ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছায়। তবে SBI Long Term Equity Fund গত ২৫ বছর ধরে ১৯.০৩% রিটার্ন দিচ্ছে, যা এক কথায় এটিকে অবিশ্বাস্য করে তুলেছে। 

বাজার বিশেষজ্ঞদের মতে, এত ভালো রিটার্নের পিছনে মূল কারণ হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ, বাজারের ওঠানামার উপর ভিত্তি না করা, চক্রবৃদ্ধি সুদের সুবিধা নেওয়া এবং সঠিক ফান্ড নির্বাচন করা।

READ MORE:  Gold And Silver Price Today: দিন দিন কমেই চলেছে সোনার দর, আজ ফের পতন! দেখে নিন হলুদ ধাতু ও রুপোর নতুন দাম | Todays Gold And Silver Price

শেয়ার বাজারের ওঠানামা সত্ত্বেও লাভ

অনেক বিনিয়োগকারী স্বল্প মেয়াদে লাভের আশায় শেয়ার কেনাবেচা করে থাকে। কিন্তু সফল বিনিয়োগকারীরা এটাই মেনে চলে যে, সময় যত বেশি, লাভ তত বেশি। দীর্ঘমেয়েদে বাজারে ওঠানামা কোনরকম প্রভাব ফেলতে পারে না। বিশেষজ্ঞরা মনে করছে, এই সফল বিনিয়োগের পেছনে দৈনন্দিন বাজার পর্যবেক্ষণের চেয়ে ধারাবাহিক বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

SBI Long Term Equity Fund শেয়ারবাজারের মধ্যে সবথেকে সেরা একটি বিকল্প। এই স্কিমে সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে স্বল্প বিনিয়োগে ভবিষ্যতে বিশাল পরিমাণে মুনাফা অর্জন করা যায়। তাই যারা বিনিয়োগ শুরু করতে চাইছেন, তারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

Scroll to Top