মাত্র ১০ হাজার টাকার SIP-তে ৫.৩১ কোটি টাকা রিটার্ন, বাজারের সেরা এই স্কিম
শেয়ারবাজার দিনের পর দিন মন্দার দিকে গড়াচ্ছে। প্রতিদিন বাজারের ওঠানামা দেখে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কেউ লোকসান সামলে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন, আবার কেউ লোকসানের মুখোমুখি পড়ছেন।
কিন্তু অবাক করার মত একটি বিষয় হলো, এই মন্দার বাজারেও এমন একটি মিউচুয়াল ফান্ড রয়েছে, যা প্রচুর পরিমাণে মুনাফা এনে দিচ্ছে। মাত্র ১০ হাজার টাকার মাসিক SIP বিনিয়োগ ২৫ বছরে ৫.৩১ কোটি টাকা এনে দিচ্ছে। চলুন এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
বর্তমানে শেয়ার বাজারে টানা ৫ মাস ধরে মন্দা চলছে। বিনিয়োগকারীরা একের পর এক লোকসানের সম্মুখীন হচ্ছে। মিউচুয়াল ফান্ডের অবস্থা এখন সুবিধার নয়। নতুন বিনিয়োগকারীরা লাভের মুখ দেখার থেকে ক্ষতির মুখোমুখি হচ্ছে বেশি। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের গল্পটা একদম আলাদা।
সূত্র বলছে, মিউচুয়াল ফান্ড সবসময় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্যই বেশি লাভজনক ফল এনে দেয়। কমপাউন্ডিং দীর্ঘমেয়াদে ভালো ফলাফল নিয়ে আসে। এর সবথেকে বড় উদাহরণ হল SBI Long Term Equity Fund। যারা ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে গেছেন তারা এই ফান্ড থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছেন।
সূত্র বলছে, যদি কেউ ২৫ বছর আগে SBI Long Term Equity ফান্ডে প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে SIP শুরু করেন, তাহলে তার বিনিয়োগের পরিমাণ দাড়ায় মোট ৩০ লক্ষ টাকা। তবে চক্রবৃদ্ধি সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণে এই টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ৫.৩১ কোটি টাকায়। অর্থাৎ, বিনিয়োগ করা অর্থ ১৭ গুনেরও বেশি বৃদ্ধি পাবে।
মিউচুয়াল ফান্ড সাধারণত গড়ে ১২% হারে রিটার্ন দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হার বেড়ে ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছায়। তবে SBI Long Term Equity Fund গত ২৫ বছর ধরে ১৯.০৩% রিটার্ন দিচ্ছে, যা এক কথায় এটিকে অবিশ্বাস্য করে তুলেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, এত ভালো রিটার্নের পিছনে মূল কারণ হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ, বাজারের ওঠানামার উপর ভিত্তি না করা, চক্রবৃদ্ধি সুদের সুবিধা নেওয়া এবং সঠিক ফান্ড নির্বাচন করা।
অনেক বিনিয়োগকারী স্বল্প মেয়াদে লাভের আশায় শেয়ার কেনাবেচা করে থাকে। কিন্তু সফল বিনিয়োগকারীরা এটাই মেনে চলে যে, সময় যত বেশি, লাভ তত বেশি। দীর্ঘমেয়েদে বাজারে ওঠানামা কোনরকম প্রভাব ফেলতে পারে না। বিশেষজ্ঞরা মনে করছে, এই সফল বিনিয়োগের পেছনে দৈনন্দিন বাজার পর্যবেক্ষণের চেয়ে ধারাবাহিক বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
SBI Long Term Equity Fund শেয়ারবাজারের মধ্যে সবথেকে সেরা একটি বিকল্প। এই স্কিমে সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে স্বল্প বিনিয়োগে ভবিষ্যতে বিশাল পরিমাণে মুনাফা অর্জন করা যায়। তাই যারা বিনিয়োগ শুরু করতে চাইছেন, তারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.