কম দামে লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে জিও ভারত (JioBharat) ফোনের প্ল্যানগুলি আপনার জন্য সেরা হতে পারে। এই প্ল্যানগুলি কম খরচে দীর্ঘ সময় ধরে মোবাইল পরিষেবা দেয়। জিও ভারতের এই প্ল্যানগুলিতে পাওয়া যায় ৩৩৬ দিন পর্যন্ত ভ্যালিডিটি এবং প্রতিদিন ০.৫ জিবি করে সর্বোচ্চ ১৬৮ জিবি পর্যন্ত ডেটা। এর সঙ্গে থাকছে জিও টিভি ও JioSaavn-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন।
১২৩ টাকার জিও ভারত প্ল্যান
জিও ভারতের ১২৩ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এখানে প্রতিদিন ০.৫ জিবি করে মোট ১৪ জিবি ডেটা পাওয়া যাবে। সাথে আছে আনলিমিটেড কলিং এবং মোট ৩০০টি ফ্রি এসএমএসের সুবিধা। এন্টারটেইনমেন্টের জন্য এখানে বিনামূল্যে জিও টিভি ও JioSaavn এর সাবস্ক্রিপশন দেওয়া হয়।
২৩৪ টাকার JioBharat প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। এখানেও প্রতিদিন ০.৫ জিবি করে মোট ২৮ জিবি ডেটা পাওয়া যাবে। পাশাপাশি দেওয়া হয় আনলিমিটেড কলিং এবং মোট ৬০০টি ফ্রি এসএমএস। সাথে আছে জিও টিভি এবং JioSaavn-এর অ্যাক্সেস।
১২৩৪ টাকার রিচার্জ প্ল্যান
সবচেয়ে দীর্ঘমেয়াদী ১২৩৪ টাকার জিও ভারত প্ল্যানটির ভ্যালিডিটি ৩৩৬ দিন। এখানে দৈনিক ০.৫ জিবি করে মোট ১৬৮ জিবি ডেটা দেওয়া হয়। বিনামূল্যে কলিং এবং প্রতি ২৮ দিনে ৩০০টি করে এসএমএস ফ্রি পাওয়া যাবে। সাথে জিও টিভি ও JioSaavn এর সাবস্ক্রিপশন দেওয়া হবে।