মাত্র ১৩ হাজার টাকায় Hero-র ইলেকট্রিক স্কুটি, ফিচার জানলে চক্ষু চড়কগাছে উঠবে
ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় দিনের পর দিন নতুন চমক আসছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল Hero MotoCorp এর অত্যাধুনিক এবং আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার Hero Vida V2 Pro। আপনি যদি স্বল্প বাজেটে একটি ভালো এবং শক্তিশালী পারফরম্যান্সযুক্ত স্কুটার খুঁজে থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
মাত্র ১৩ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পেতে পারেন এই দুর্দান্ত স্কুটারটি। আর যদি একবার এই স্কুটির ফিচারগুলি শোনেন, তাহলে চক্ষু চড়কগাছে উঠবে। তাই এক নজরে দেখে নিন Hero Vida V2 Pro স্কুটারের সমস্ত ফিচার সম্পর্কে।
বর্তমান সময় ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। শহরের যানজট, পেট্রোলের বাড়তি খরচ এবং পরিবেশ সচেতনতার কারণে প্রত্যেকে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছে। আর সেই দিক থেকে Hero Vida V2 Pro এমনই একটি স্কুটার, যা স্টাইল, পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে সেরা বিকল্প।
এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে ৬kW শক্তির ইলেকট্রিক মোটর, যা শহরের ট্রাফিককেও দারুণ পারফরম্যান্স দেয়। ব্যাটারি রয়েছে ৩.৯৪ kWh লিথিয়াম আয়ন বাটারি প্যাক। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, একবার সম্পূর্ণ চাপ দিলে আপনি ১৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, যা দৈনন্দিন যাতায়াতের জন্য পারফেক্ট।
ফার্স্ট চার্জিং সুবিধা থাকায় কম সময়ে স্কুটারটি চার্জ হয়ে যায়। স্মার্ট ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে, কানেক্টেড অ্যাপ, Geo-Fencing, Turn-by-Turn Navigation এর মত ফিচার রয়েছে।
Hero Vida V2 Pro স্কুটিটির এক্স শোরুম মূল্য রয়েছে ১.১৫ লক্ষ টাকা থেকে ১.৩৫ লক্ষ টাকা। কিন্তু যাদের পক্ষে একবারে টাকা বের করা কঠিন হয়ে যাচ্ছে, তারা ইএমআই অপশন নিতে পারবেন। ইএমআইতে ডাউন পেমেন্ট মাত্র ১৩ হাজার টাকা দিতে হবে। ঋণের মেয়াদ রয়েছে তিন বছর, সুদের হার ৯.৭%। সেক্ষেত্রে প্রতি মাসে ইএমআই দাঁড়াবে ৩৭৮৯ টাকা।
Hero Vida V2 Pro স্কুটারটির স্মার্ট লুক এবং হালকা ডিজাইন ছেলে-মেয়ে নির্বিশেষে উভয়ের জন্য আদর্শ করে তুলেছে। ছাত্রছাত্রী কিংবা চাকরিজীবী বা গৃহবধূ, সবার জন্যই হতে পারে এটি সেরা বিকল্প। তাই সাশ্রয়ী ইএমআই, উন্নত ফিচার এবং শক্তিশালী ব্যাটারির যদি স্কুটার খুঁজে থাকেন, তাহলে Hero Vida V2 Pro অপশনটিকে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন।
সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employee)? তাহলে আজকের এই প্রতিবেদনটি…
ভিভো শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করতে চলেছে।…
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
This website uses cookies.