লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ১৯৮ টাকায় দারুণ সুবিধা, JIO-র এই সস্তার রিচার্জে দারুন চমক! Airtel-VI অনেক পিছিয়ে

Published on:

২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে অসংখ্য গ্রাহক তাদের কানেকশন বদলে BSNL-এ চলে গিয়েছিলেন। হারানো গ্রাহকদের ফিরে পেতে এবার সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে প্রধান নেটওয়ার্ক সংস্থাগুলি। এর মধ্যে Reliance Jio আরও কম খরচে আকর্ষণীয় সুবিধা নিয়ে এগিয়ে রয়েছে।

Jio-র ১৯৮ টাকার সাশ্রয়ী প্ল্যান

Jio এনেছে মাত্র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান, যেখানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং (লোকাল ও এসটিডি), এবং ১০০টি SMS পাবেন। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন, অর্থাৎ মোট ২৮ জিবি ডেটা ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে Jio TV, Jio Cinema, এবং Jio Cloud-এর ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে।

READ MORE:  চীনের ব্রহ্মাস্ত্র এখন Deepseek AI, স্মার্টফোন ও ল্যাপটপে কীভাবে ইনস্টল করবেন? জানুন

Airtel-এর ৩৭৯ টাকার ডেটা প্ল্যান

Airtel নিয়ে এসেছে ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন ১০০টি SMS দেওয়া হবে। এই প্ল্যানটির বৈধতা ৩০ দিন। এছাড়াও Airtel-এর এই প্ল্যানে স্প্যাম অ্যালার্ট এবং হ্যালোটিউন-এর সুবিধাও রয়েছে।

VI-এর ৩৬৫ টাকার ডেটা প্ল্যান

Vodafone-Idea বা VI-ও এনেছে ৩৬৫ টাকার একটি রিচার্জ প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন।

READ MORE:  Free Fire Max OB48 রেজিস্ট্রেশন করার তারিখ ঘোষণা হল, বিনামূল্যে ডায়মন্ড জেতার সুযোগ

তুলনায় এগিয়ে Jio

মূল্য এবং সুবিধার দিক থেকে Jio-র ১৯৮ টাকার প্ল্যান অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেশি লাভজনক। যেখানে Airtel এবং VI প্রায় দ্বিগুণ খরচে একই ধরনের সুবিধা দিচ্ছে, Jio কম খরচে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। পাশাপাশি বিনামূল্যে Jio-র একাধিক পরিষেবাও পাওয়া যাচ্ছে।

এই সাশ্রয়ী প্ল্যানগুলো নিয়ে নেটওয়ার্ক সংস্থাগুলি নতুন করে প্রতিযোগিতায় নামছে। গ্রাহকদের জন্য এখন Jio, Airtel ও VI-র মধ্যে উপযুক্ত প্ল্যান বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদি আপনি কম খরচে বেশি সুবিধা খুঁজছেন, তাহলে Jio-র এই নতুন প্ল্যান আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

READ MORE:  NHAI Toll Tax Hike: জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ল, কোন গাড়িতে কত টাকা বেশি খরচ হবে দেখুন | Toll Taxes Increase From April 1

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.