লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ২৫ জন কিনতে পারবে, অসাধারণ বাইক এনে চমকে দিল Royal Enfield

Published on:

Royal Enfield Shotgun মোটরসাইকেলের স্পেশাল এডিশন মডেল এল বাজারে। বিশ্বজুড়ে এই মডেলটির মাত্র ১০০টি ইউনিট বাজারে ছেড়েছে কোম্পানি। মার্কিন কোম্পানি Icon Motorsports এর সঙ্গে গাঁটছড়া বেধে এই মোটরসাইকেল লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। ‘Royal Enfield Shotgun X Icon’ বাইকের বুকিং শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। বাইকটির দাম রাখা হয়েছে ৪.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি Shotgun মোটরসাইকেলের এন্ট্রি-লেভেল বা স্ট্যান্ডার্ড মডেলের থেকে ৬৫,০০০ টাকা দামি।

ভারতে পাওয়া যাবে ২৫টি ইউনিট

ভারতে ১২ ফেব্রুয়ারি রাত ৮.৩০ থেকে রয়্যাল এনফিল্ড অ্যাপে শুরু হবে বাইকের বুকিং। প্রথম ২৫ জন ভারতীয় ক্রেতারাই কিনতে পারবেন এই মোটরসাইকেল। তাই যাঁরা এটি কিনতে ইচ্ছুক তাঁদের দ্রুত বুকিং করতে হবে অ্যাপের মাধ্যমে।

READ MORE:  Bajaj Pulsar Discounts: এপ্রিলের শুরুতেই দারুণ খবর, বাজাজ পালসারের দাম ৭,৩০০ টাকা পর্যন্ত কমল | Bajaj Pulsar Crosses 2 Crore Sales Milestone

Royal Enfield Shotgun X Icon মোটরসাইকেলে বিশেষ কী?

এই বাইকের সীমিত এডিশন, শটগান ৬৫০ আইকনের কাস্টম-নির্মিত ‘অলওয়েজ সামথিং’-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গত বছর অনুষ্ঠিত মিলান মোটরসাইকেল শো বা (EICMA) এবং Motoverse ইভেন্টে প্রদর্শিত করা হয়েছিল বাইকটি। মোটরসাইকেলের বডি প্যানেলগুলি স্ট্যান্ডার্ড বাইকের মতো হলেও, এটিতে বেশ প্রাণবন্ত রঙের স্কিম রয়েছে।

READ MORE:  জলের দরে কিনুন Hero HF Deluxe, অফিস, বাজার যাওয়ার জন্য মিলবে অনবদ্য মাইলেজ

মোটরসাইকেলের সামনের কাউলটি হালকা নীল এবং সাদা রঙে ফিনিশ করা হয়েছে। অন্যদিকে ট্যাঙ্কটিতে হালকা নীল, লাল এবং সাদা রঙের শেড রয়েছে। মোটরসাইকেলের সাইড প্যানেলগুলিতে ‘২৪’ লেখা ভিনাইল রয়েছে। আবার পিছনের ফেন্ডারে লাল এবং সাদা রঙের মিশ্রণ রয়েছে এবং এতে একটি আইকন লোগো দিয়েছে কোম্পানি।

রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ এক্স আইকনের অন্যান্য আকর্ষণীয় ভিজ্যুয়াল বিবরণগুলির মধ্যে উল্লেখযোগ্য সোনালী রঙের চাকা, একটি লাল সিট এবং হালকা নীল রঙে আঁকা রিয়ার স্প্রিং। আরও আকর্ষণীয় করে তোলার জন্য রয়্যাল এনফিল্ড সোয়েড এবং টেক্সটাইল দিয়ে তৈরি একটি এক্সক্লুসিভ জ্যাকেটও পাওয়া যাবে, যার রঙ মোটরসাইকেলের মতোই।

READ MORE:  ছক্কা হাঁকিয়ে নতুন বছরে কামব্যাক, জানুয়ারি মাসে বিক্রি বাড়ল Hero, Royal Enfield-দের

বাইকের ইঞ্জিন পারফরম্যান্স অপরিবর্তিত। স্ট্যান্ডার্ড শটগান ৬৫০ এর মতোই রয়েছে ৬৪৮ সিসি, এয়ার/অয়েল-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৭,২৫০ আরপিএম-এ ৪৬.৬ হর্সপাওয়ার এবং ৫,৬৫০ আরপিএম-এ ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.