মাত্র ৩০ হাজারে সেরা ক্যামেরার Google Pixel 8, হোলি উপলক্ষে জম্পেশ অফার এই সাইটে | Google Pixel 8 Holi Sale Discount Offer

ফটোগ্রাফি ভালোবাসেন কিংবা ক্যামেরা-কেন্দ্রিক স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য ভালো বিকল্প হতে পারে Google Pixel 8। পিক্সেল মডেলগুলির মধ্যে অন্যতম সেরা ফিচারপ্যাক স্মার্টফোন এটি। তবে অনেকে দামের কারণে এই ধরনের ফোন ইচ্ছা থাকলেও কিনতে পারেন না। যদিও এখন বড় ছাড়ের ঘোষণা করেছে গুগল, যার ফলে মাত্র ৩০ হাজার টাকায় কেনা যাবে Pixel 8।

Google Pixel 8-এ রয়েছে শক্তিশালী প্রসেসর এবং আকর্ষণীয় ক্যামেরা সেটআপ, যা আপনাকে অনবদ্য ছবি তুলতে সাহায্য করবে। ফটোগ্রাফির পাশাপাশি, এই স্মার্টফোনে চমৎকার মাল্টিটাস্কিং অভিজ্ঞতা পাওয়া যাবে। কোন সাইটে Google Pixel 8 সবথেকে সস্তায় কিনতে পারবেন আসুন জেনে নেওয়া যাক।

READ MORE:  Flipkart Big Saving Days Sale: ১১ হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন, Flipkart বিগ সেভিং ডেজ সেলে অবিশ্বাস্য অফার | Tecno Pova 6 Neo 5G Offer

Google Pixel 8 এর দাম, অফার ও ছাড়

ফ্লিপকার্টে, গুগলের এই প্রিমিয়াম ফোনের দাম অনেকটা কমেছে আগের থেকে। বর্তমানে আপনি ২৫৬ জিবি গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে ৩৩,০০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন। ফ্লিপকার্টে এই স্মার্টফোনটি ৮২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে এর উপর ৩৯ শতাংশ ছাড় রয়েছে। হোলি উপলক্ষে আপনি এটি মাত্র ৪৯,৯৯৯ টাকায় পেতে পারেন। তবে অফার এখানেই শেষ নয়।

READ MORE:  7,000mah ব্যাটারি সহ পাওয়ারফুল ফোন আনছে OnePlus, ফিচার্সে থাকবে বড় চমক

এর উপর ৪৬,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। যদি আপনি বিনিময় মূল্যে ২০,০০০ টাকাও নিশ্চিত করতে পারেন, তাহলে মাত্র ২৯,৯৯৯ টাকায় পিক্সেল ৮ কিনতে পারবেন।

গুগল পিক্সেল ৮ : ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.২ ইঞ্চি OLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, সর্বোচ্চ ২০০০ নিটস উজ্জ্বলতা, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।

READ MORE:  iQOO Neo 11 Series Feature: তৈরি হবে নতুন রেকর্ড, এই প্রথম স্মার্টফোনে 7000+ mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং | iQOO Neo 11 7000mah Battery

প্রসেসর ও অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১৪ ও গুগল টেনসর G3 প্রসেসর।

র‍্যাম ও স্টোরেজ: ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

ক্যামেরা: ৫০ + ১২-মেগাপিক্সেল সেন্সর সহ একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ। ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি: ৪৫৭৫mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৭ ওয়াট দ্রুত চার্জিং।