লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৩৯৭ টাকায় ৫ মাস ভ্যালিডিটি, BSNL-এর নতুন প্ল্যানে চাপে পড়ল Jio, Airtel

Published on:

বর্তমানে টেলিকম দুনিয়াই প্রতিযোগিতা তুঙ্গে। একদিকে জিও, এয়ারটেল তাদের প্ল্যানের দাম ক্রমশ বাড়াচ্ছে, অন্যদিকে সরকারি টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে প্ল্যানের দাম কমাচ্ছে। এবার BSNL নিয়ে আসল এমন একটি প্ল্যান, যা শুনলে যে কোন গ্রাহকেরই BSNL-এর প্রতি আগ্রহ বাড়বে। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাত্র ৩৯৭ টাকায় ১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL।

BSNL-এর ৩৯৭ টাকার প্ল্যান

BSNL সবসময় তাদের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের প্ল্যানের সুবিধা দিয়ে থাকে। তাই নতুন ৩৯৭ টাকার প্ল্যানটি সেই হিসাবেই তৈরি করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদি পরিষেবা পান। অন্য টেলিকম সংস্থাগুলি যেখানে ২৮ দিনের প্ল্যানের দাম ৩০০ থেকে ৪০০ টাকা করে রেখেছে, সেখানে BSNL একই দামে ১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে।

READ MORE:  মাসের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, দেখে নিন আজ LPG গ্যাসের দাম

কী কী সুবিধা পাওয়া যাবে?

BSNL-এর এই প্ল্যানে বেশ কিছু সুবিধা থাকছে। সেগুলি হল-

আনলিমিটেড কলিং- প্ল্যানটি রিচার্জ করলে প্রথম ৩০ দিন আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবে গ্রাহকরা। যদিও আউটগোয়িং কলের মেয়াদ ৩০ দিনের জন্য সীমাবদ্ধ। তবে ইনকামিং পরিষেবা ১৫০ দিন চালু থাকবে। 

ডেটা সুবিধা- প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হচ্ছে এই প্ল্যানে। প্রথম ৩০ দিন ব্যবহারকারীরা ফ্রি ডেটা উপভোগ করতে পারবে। তারপর স্পিড কমে যাবে। 

READ MORE:  SBI ATM: মে মাসে বদলে যাচ্ছে SBI-র ATM ব্যবহারের নিয়ম, বিরাট প্রভাবিত হবেন গ্রাহকরা | SBI Changing ATM Rules From 1st May

ফ্রি SMS- প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে এই প্ল্যানে।

এই প্ল্যান কাদের জন্য উপযুক্ত?

যে সমস্ত ব্যবহারকারীরা তাদের SMS সিমটাকে সেকেন্ডারি নাম্বার হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ রিচার্জ প্ল্যান। একবার রিচার্জ করলেই ৫ মাস পর্যন্ত নাম্বারটি সচল থাকবে। ফলে বারবার রিচার্জের কোনো রকম ঝামেলা থাকবে না। এছাড়া যারা কেবল কলিং বা ইনকামিং-এর জন্য সিম ব্যবহার করেন তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প।

READ MORE:  বদলে গেল পুরনো নিয়ম, এই ডকুমেন্ট ছাড়া আর বানাতে পারবেন না পাসপোর্ট

বর্তমান সময়ে যেখানে প্রতিটি টেলিকম সংস্থা তাদের প্ল্যানের দাম বাড়াচ্ছে, সেখানে SMS-এর এই প্ল্যান ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মাত্র ৩৯৭ টাকায় ১৫০ দিনের পরিষেবার সঙ্গে আনলিমিটেড কোল, ডেটা সুবিধার মত অফারের কথা শুনে গ্রাহকরা BSNL-এর দিকে ঝুঁকবে এটা স্বাভাবিক।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.