লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৩ ঘণ্টায় কলকাতা থেকে দেওঘর, ৬০ হাজার কোটি ব্যয়ে তৈরি হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: দিন যত না এগোচ্ছে ততই যেন পাল্লা দিয়ে কেন্দ্রীয় সরকার ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নততর করে তুলছে। বাদ যায়নি রেল পথ সম্প্রসারণ। আর এই আবহে এবার ভারতের ভৌত অবকাঠামোর উন্নয়নে এক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাও আবার ভারতমালা প্রকল্পের উদ্যোগে। ফলে আর কয়েকদিনের মাত্র অপেক্ষা। তারপরেই যাত্রী সহ ব্যবসায়ীদের এক বড় সুবিধা হতে চলেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

৩ ঘণ্টার কম সময়ে যাওয়া যাবে পাটনা থেকে হলদিয়া

দেশের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য কেন্দ্রের অত্যাধুনিক সড়ক নির্মাণ প্রকল্প হিসেবে ‘ভারতমালা প্রকল্প’ এর নাম বেশ জনপ্রিয়। আর এই প্রকল্পের উদ্যোগে রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ে (Raxaul Haldia Expressway) নির্মাণের কাজ শুরু হতে চলছে। জানা গিয়েছে এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হলে কলকাতা, দেওঘর, পাটনা এবং হলদিয়ার মধ্যে ভ্রমণ সময় ৩ ঘন্টারও কম হয়ে যাবে। এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হলে কলকাতা, দেওঘর, পাটনা এবং হলদিয়ার মধ্যে ভ্রমণ সময় ৩ ঘন্টার কম হবে। আসলে এই এক্সপ্রেসওয়ের লক্ষ্য হল বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে উন্নত সংযোগ সৃষ্টি করা। কারণ এই এক্সপ্রেসওয়ে চালু হলে পণ্য পরিবহণ এবং যাত্রী চলাচলে সময়ের ব্যাপক সাশ্রয় হবে, যা দেশীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে।

READ MORE:  Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা চার জেলায়! একাধিক জায়গায় বইবে লু, আগামীকালের আবহাওয়া | Temperature Will Increase In Weekend

সূত্রের খবর, এই রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়েটি মোট ৭১৯ কিলোমিটার দীর্ঘ হবে এবং এটি রক্সৌল (বিহার) থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে শেষ হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই করিডরটি দেওঘর এবং জামতারা জেলা দিয়ে যাবে, যা কলকাতা ও হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ বাড়াবে। এই রুটটি পূর্ব চম্পারণ, শেহোয়ার, সামস্তিপুর, বেগুসরাই জেলা পার করবে এবং গঙ্গা নদী অতিক্রম করবে নতুন সেতুর মাধ্যমে, যা সুর্যাগড়া থেকে মলয়পুর পর্যন্ত সম্প্রসারিত হবে। এরপর এটি চিরায়ণ্ডি, কাটোরিয়া (বাঁকা), মোহনপুর (দেবগড়), নাগপুর, ঘোরামারা, সোনারায়তাহদি, পলোজোড়ি (জামতারা) হয়ে যাবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

৬০,০০০ কোটি টাকা খরচ হবে সম্পূর্ণ প্রকল্পটি রূপায়ণে

অন্যদিকে জামতারা পার করার পর এক্সপ্রেসওয়ে কুন্ধিত, বোলপুর, আড়মবাগ, রাজহাটি, পূর্ব মেদিনীপুর জেলা অতিক্রম করে হলদিয়া বন্দরে পৌঁছাবে। এই রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দেওঘরে ৬৫ কিলোমিটার হবে, আর জামতারা জেলায় থাকবে ৫০ কিলোমিটার অংশ। প্রকল্পের খরচ প্রায় ৬০,০০০ কোটি টাকা হবে, যা এই অঞ্চলের অন্যতম বৃহত্তম রাস্তা অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়াও এক্সপ্রেসওয়ে তৈরি হলে পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। এইমুহুর্তে দেওঘর এবং জামতারা শহরগুলি এখনো অনেকাংশে অবহেলিত হলেও, উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সুতরাং এক কথায় বলা যায় এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি ভবিষ্যৎ এ দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করবে।

READ MORE:  ভারতকে শায়েস্তা করতে গিয়ে নিজের ক্ষতি করল বাংলাদেশ? হাহুতাশ পদ্মা পাড়ের ব্যবসায়ীদের!

রাজ্য রাজনীতি, বিনোদন এবং খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.