মাত্র ৫০ টাকায় ৭টি চ্যানেল, Netflix এর সমস্যা বাড়াল JioHotstar
সৌভিক মুখার্জী, কলকাতা: OTT প্লাটফর্মের দুনিয়ায় নতুন চমক এসেছে। Disney+ Hotstar এবং JioCinema একত্রিত হয়ে চালু হয়েছে JioHotstar। এই নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য দারুন সব সুবিধা নিয়ে এসেছে। যেখানে 50 টাকারও কমে একাধিক OTT চ্যানেল এবং কনটেন্ট দেখা যাবে। জানলে অবাক হবেন, Netflix যেখানে প্রতি মাসে 149 টাকায় অ্যাড সাপোর্টেড প্ল্যান অফার করে, সেখানে JioHotstar একই দামে তিন মাসের সাবস্ক্রিপশন দিচ্ছে। JioHotstar-এর নতুন এই প্ল্যানগুলি Netflix-এর জনপ্রিয়তাকে কি কোন ভাবে প্রভাবিত করবে? চলুন দেখে নেওয়া যাক।
Netflix-এর বর্তমানে 149 টাকায় অ্যাড সাপোর্টেড প্ল্যান অফার করে। এই প্ল্যানে শুধুমাত্র একটি মোবাইল বা ট্যাবলেট স্ট্রিমিং করার সুযোগ পাওয়া যায়। তবে এখানে একটি বড় সমস্যা হল, একসাথে শুধুমাত্র একটি ডিভাইসেই কনটেন্ট দেখা যায়। অর্থাৎ, আপনি যদি Netflix-এর এই প্ল্যান নেন, তাহলে শুধুমাত্র একটি ডিভাইসেই কনটেন্ট দেখা যাবে।
এই প্ল্যানটি মূলত সিঙ্গেল ইউজারদের জন্য অনন্য একটি প্ল্যান, যারা শুধুমাত্র নিজের মোবাইল বা ট্যাবলেটে স্ট্রিমিং করে থাকেন। তবে যেহেতু এটি অ্যাড সাপোর্টেড প্ল্যান, তাই ভিডিও দেখার সময় মাঝে মাঝেই বিজ্ঞাপন আসবে।
JioHotstar তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান অফার করছে, যা Netflix-এর তুলনায় অনেকটাই সাশ্রয়ী। এর মধ্যে প্রধান তিনটি প্ল্যান হল-
Netflix-এর সব থেকে সস্তা মূল্যের প্ল্যানের মূল সমস্যা হল ডিভাইস লিমিটেশন। অর্থাৎ, মাত্র একটি ডিভাইসই কনটেন্ট দেখা যাবে। অন্যদিকে JioHotstar-এর 149 টাকার প্ল্যান একই দামে তিন মাস ব্যবহার করা যাবে, যা Netflix-এর তুলনায় আবার তিনগুণ বেশি সুবিধা দিচ্ছে।
এছাড়া JioHotstar-এর সুপার প্ল্যান ব্যবহার করলে একাধিক ডিভাইসে একই সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে এবং টিভি বা ওয়েব ব্রাউজারের মাধ্যমেও কনটেন্ট দেখা যাবে। Netflix-এর এরকম ফিচার পেতে হলে ব্যবহারকারীদের আরো বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হবে, যা তুলনামূলকভাবে আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে।
নেটফ্লিক্স তাদের কন্টেন্টের মানের জন্য জনপ্রিয় হলেও দাম এবং সুবিধার দিক থেকে JioHotstar-এর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। যারা কম খরচে দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন খুঁজছেন বা একাধিক ডিভাইসে কনটেন্ট উপভোগ করতে চাইছেন, তাদের জন্য JioHotstar-এর এই প্ল্যানগুলি ভালো অপশন হতে চলেছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.