মাত্র ৫০ টাকায় ৭টি চ্যানেল, Netflix এর সমস্যা বাড়াল JioHotstar
সৌভিক মুখার্জী, কলকাতা: OTT প্লাটফর্মের দুনিয়ায় নতুন চমক এসেছে। Disney+ Hotstar এবং JioCinema একত্রিত হয়ে চালু হয়েছে JioHotstar। এই নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য দারুন সব সুবিধা নিয়ে এসেছে। যেখানে 50 টাকারও কমে একাধিক OTT চ্যানেল এবং কনটেন্ট দেখা যাবে। জানলে অবাক হবেন, Netflix যেখানে প্রতি মাসে 149 টাকায় অ্যাড সাপোর্টেড প্ল্যান অফার করে, সেখানে JioHotstar একই দামে তিন মাসের সাবস্ক্রিপশন দিচ্ছে। JioHotstar-এর নতুন এই প্ল্যানগুলি Netflix-এর জনপ্রিয়তাকে কি কোন ভাবে প্রভাবিত করবে? চলুন দেখে নেওয়া যাক।
Netflix-এর বর্তমানে 149 টাকায় অ্যাড সাপোর্টেড প্ল্যান অফার করে। এই প্ল্যানে শুধুমাত্র একটি মোবাইল বা ট্যাবলেট স্ট্রিমিং করার সুযোগ পাওয়া যায়। তবে এখানে একটি বড় সমস্যা হল, একসাথে শুধুমাত্র একটি ডিভাইসেই কনটেন্ট দেখা যায়। অর্থাৎ, আপনি যদি Netflix-এর এই প্ল্যান নেন, তাহলে শুধুমাত্র একটি ডিভাইসেই কনটেন্ট দেখা যাবে।
এই প্ল্যানটি মূলত সিঙ্গেল ইউজারদের জন্য অনন্য একটি প্ল্যান, যারা শুধুমাত্র নিজের মোবাইল বা ট্যাবলেটে স্ট্রিমিং করে থাকেন। তবে যেহেতু এটি অ্যাড সাপোর্টেড প্ল্যান, তাই ভিডিও দেখার সময় মাঝে মাঝেই বিজ্ঞাপন আসবে।
JioHotstar তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান অফার করছে, যা Netflix-এর তুলনায় অনেকটাই সাশ্রয়ী। এর মধ্যে প্রধান তিনটি প্ল্যান হল-
Netflix-এর সব থেকে সস্তা মূল্যের প্ল্যানের মূল সমস্যা হল ডিভাইস লিমিটেশন। অর্থাৎ, মাত্র একটি ডিভাইসই কনটেন্ট দেখা যাবে। অন্যদিকে JioHotstar-এর 149 টাকার প্ল্যান একই দামে তিন মাস ব্যবহার করা যাবে, যা Netflix-এর তুলনায় আবার তিনগুণ বেশি সুবিধা দিচ্ছে।
এছাড়া JioHotstar-এর সুপার প্ল্যান ব্যবহার করলে একাধিক ডিভাইসে একই সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে এবং টিভি বা ওয়েব ব্রাউজারের মাধ্যমেও কনটেন্ট দেখা যাবে। Netflix-এর এরকম ফিচার পেতে হলে ব্যবহারকারীদের আরো বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হবে, যা তুলনামূলকভাবে আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে।
নেটফ্লিক্স তাদের কন্টেন্টের মানের জন্য জনপ্রিয় হলেও দাম এবং সুবিধার দিক থেকে JioHotstar-এর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। যারা কম খরচে দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন খুঁজছেন বা একাধিক ডিভাইসে কনটেন্ট উপভোগ করতে চাইছেন, তাদের জন্য JioHotstar-এর এই প্ল্যানগুলি ভালো অপশন হতে চলেছে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.