মাত্র ৫৫ টাকা জমা করে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন, কেন্দ্র নিয়ে এলো সেরা স্কিম

অবসর জীবনে টাকা পয়সা চিন্তা সবারই থাকে। কিন্তু সকলের তো সরকারি চাকরি নেই, যেখানে পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকে। সেই চিন্তা দূর করতে এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM Scheme), যেখানে মাত্র মাসে ৫৫ টাকা জমা করলেই ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে।

সরকারি কর্মীদের মত পেনশনের সুবিধা পেতে হলে অবশ্যই এই স্কিমটি সেরা একটি বিকল্প হতে পারে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

PM-SYM স্কিম কী?

PM-SYM স্কিম হল ভারত সরকারের একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন স্কিম, যা মূলত অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে তাদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সে যেকোন ব্যক্তি আবেদন করতে পারে। নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসিকভাবে জমা করলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যায় এই স্কিমের আওতায়।

READ MORE:  বিরাট ক্ষমতা পাচ্ছে LIC, নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র সরকার

শুধু তাই নয়, সুবিধাভোগীর যদি মৃত্যু হয়, তাহলে তার স্বামী বা স্ত্রী পেনশনের ৫০% টাকা অর্থাৎ, ১৫০০ টাকা মাসিক পেনশন পাবেন। 

কারা এই স্কিমের সুবিধা পাবেন?

কেন্দ্র সরকারের এই প্রকল্প বিশেষত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। যে সমস্ত পেশার মানুষরা সুবিধা পাবে তারা হল রিক্সা চালক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, মুচি, গৃহকর্মী, রাস্তার দোকানদার, ধোপা ইত্যাদি। 

তবে যদি আপনার মাসিক আয় ১৫,০০০/- টাকার কম হয় এবং আপনি EPFO, ESIC বা NPS-এর কোন সদস্য না হন, তাহলেই একমাত্র এই স্কিমের সুবিধা পেতে পারেন।

READ MORE:  Chhattisgarh Budget: দোলের আগেই সস্তা হল পেট্রোল, দাম কমানোর ঘোষণা সরকারের | Petrol Price Down In Chhattisgarh

কত টাকা জমা দিতে হবে?

আপনার বয়স অনুযায়ী এখানে মাসিক বিনিয়োগ নিশ্চিত করা হবে। যদি আপনার ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হয় তাহলে প্রতিমাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে। যদি ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হয় তাহলে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে এবং যদি ৪০ বছরের বেশি বয়স হয় তাহলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। 

কী কী ডকুমেন্ট লাগবে?

PM-SYM স্কিমের সুবিধা নিতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হল-

  • আধার কার্ড,
  • ব্যাংক একাউন্টের তথ্য, 
  • কমন সার্ভিস সেন্টার থেকে পাওয়া স্বাক্ষরিত ফর্ম। 
READ MORE:  অ্যান্ড্রয়েডের ফিচার ধার করলো আইফোন, চলে এল গুগলের জনপ্রিয় “Circle to Search” ফিচার | How to use Apple iPhone usr Use Google Circle

প্রথম কিস্তি নগদে জমা দিতে হবে কমন সার্ভিস সেন্টারে গিয়ে। এরপর প্রতিমাসে আপনি ব্যাংক থেকে অটো ডেবিটের মাধ্যমে কিস্তির টাকা জমা দিতে পারবেন। 

কীভাবে আবেদন করবেন 

আপনি খুব সহজেই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে নিকটবর্তী কোন কমন সার্ভিস সেন্টারে যান। 
  • এরপর আধার কার্ড এবং ব্যাংক একাউন্টের তথ্য জমা দিন। 
  • এরপর প্রথম কিস্তির টাকা জমা দিন। 
  • আপনার PM-SYM পেনশন অ্যাকাউন্ট সেখান থেকেই খুলে দেওয়া হবে। 
  • এরপর ব্যাংক থেকে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে আপনার কিস্তির টাকা কেটে নেওয়া হবে। 

তাই আর দেরি না করে এখনই কোন কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করুন এবং আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করুন।