লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৫৮ দিনের মাথায় রেজাল্ট? জানা গেল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ

Published on:

মাধ্যমিকের পর এবার রাজ্যের লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। একদিকে যখন এসএসসি নিয়োগ মামলার দুর্নীতিতে পুড়ছে গোটা রাজ্য, তখন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2025) নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছিল অভিভাবক এবং পড়ুয়ারা। আর এবার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে।

৫৮ দিনের মধ্যেই রেজাল্ট?

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর পরীক্ষা শেষ হয় ১৮ই মার্চ। সংসদ সূত্রে জানা যাচ্ছে, আগামী মে মাসের ১৫ তারিখেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।

অর্থাৎ ১৫ তারিখ যদি ফল প্রকাশ হয়, তাহলে মাত্র ৫৮ দিনের মাথায় ফলাফল প্রকাশ করতে চলেছে বোর্ড। আগের বছর এই ফল প্রকাশের জন্য সময় লেগেছিল ৬৯ দিন। আর এবার অনেকটাই তড়িঘড়ি ফলাফল বের হতে চলেছে, যা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।

READ MORE:  ২০ টাকার কয়েন বাতিল করা হচ্ছে, বাজারে আসছে নতুন ৩৫০ টাকার নোট! আসল সত্যি কী?

এসএসসি মামলার ছায়া কাটিয়ে সাংসদের তৎপরতা

জানিয়ে রাখি, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের ফলে ২০১৬ সালের এসএসসি নিয়োগে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছে। আর এই ঘটনার জেরে স্কুলের কার্যকলাপে বিভিন্ন প্রভাব পড়েছে।

তবে অনেকেই ভেবেছিলেন যে, হয়তো ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। কিন্তু সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ফল প্রকাশের প্রস্তুতি অনেক আগেই নেওয়া হয়ে গেছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

READ MORE:  ১০% ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের, কী বললেন মমতা?

মার্কশিট ওইদিনই পাওয়া যাবে?

শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে পারে যে, যেদিন অনলাইনে রেজাল্ট দেখা যাবে সেদিনই কি স্কুল থেকে মার্কশিট দেবে? তবে আগের বছরের মতো এবারও ফল প্রকাশের দিন সরাসরি মার্কশিট নাও মিলতে পারে। এমনটা জানিয়েছে সংসদ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হবে। তাই ছাত্র-ছাত্রীদের এখনও সেই পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে।

অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন?

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখতে হলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  • এরপর হোমপেজে “উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)” নামের একটি বিভাগ দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ বসাতে হবে।
  • এরপর সাবমিট করলেই স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে।
READ MORE:  জিও ও এয়ারটেলের সেরা কিছু রিচার্জ প্ল্যান, কম খরচে মিলবে অনেক সুবিধা

অফিসিয়াল তারিখ কবে জানা যাবে?

যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। তবে খুব শীঘ্রই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেই জানানো হয়েছে। আর সেদিনই জানা যাবে মার্কশিট বিতরণ এবং অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে। তাই এখন কিছুটা অপেক্ষা করে যাওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.