মাত্র ৭৫ টাকায় জিও আনলিমিটেড কলিং সহ ডেটা দিচ্ছে, ২৩ দিনের জন্যে সেরা এই প্ল্যান
টেলকম জগতে বাজেট-বান্ধব রিচার্জ প্ল্যানের জন্য রিলায়েন্স জিও সবথেকে জনপ্রিয়। এবার JioPhone ব্যবহারকারীদের জন্য কোম্পানি ১৫৫ টাকার কমে বেশ কয়েকটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলিতে গ্রাহকরা প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলিং এবং জিও সিনেমার মতো বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক, জিওর এই তিনটি সাশ্রয়ী প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য।
JioPhone ব্যবহারকারীদের জন্য ৭৫ টাকার এই প্ল্যানটি অত্যন্ত সাশ্রয়ী। এই প্ল্যানটি ২৩ দিনের ভ্যালিডিটি দেয়। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০MB করে ডেটা পায় এবং অতিরিক্ত ২০০MB বোনাস ডেটা দেওয়া হয়। পাশাপাশি আনলিমিটেড কলিং-এর সুবিধা দেওয়া হয় এবং ৫০টি ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যায়। শুধু এখানেই শেষ নয়। এই প্ল্যানে মেলে জিও সিনেমার সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রিপশন।
JioPhone-এর ১২৫ টাকার এই রিচার্জ প্ল্যানেও ২৩ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এবং প্রতি দিন ৫০০MB করে ডেটা দেওয়া হয়। যারা মাঝারি মাত্রার ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটি একটি সেরা বিকল্প। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধার পাশাপাশি ৩০০টি ফ্রি এসএমএস দেওয়া হয় এবং জিও সিনেমার বিনামূল্যে এক্সেস দেওয়া হয়।
যারা দীর্ঘসময়ের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য JioPhone-এর ১৫২ টাকার প্ল্যানটি সেরা বিকল্প। কারণ এই প্ল্যানটি ২৮ দিনের বৈধতা প্রদান করে এবং এই প্ল্যানে প্রতিদিন ৫০০MB ডেটা সহ আনলিমিটেড কলিং এবং ৩০০টি ফ্রী এসএমএস এর সুবিধা মেলে। এছাড়া এই প্ল্যানেও জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়।
JioPhone-এর এই কম খরচে রিচার্জ প্ল্যানগুলি বিশেষ করে সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযোগী, যারা সাধ্যের মধ্যে ভালো ডেটা এবং কলিং পরিষেবা পেতে চান। প্রতিটি প্ল্যানে জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন থাকায় বিনোদনের জন্য এই প্ল্যানগুলি আরো লাভজনক হয়ে উঠেছে। তাই আপনি যদি একটি সাশ্রয়ী এবং কার্যকর রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে এই রিচার্জ প্ল্যানগুলি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
This website uses cookies.