প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik 2025 Result) করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। ১২ মে থেকে ২০ মে-র মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ১২ মে-কে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ। আর এই আবহেই গতকাল অর্থাৎ বুধবার, মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে একটি জল্পনা উঠেছিল যে আগামী ৩০ এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। যদিও পর্ষদের তরফে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে অবশেষে সব জল্পনা কাটিয়ে এবার চলতি বছরে মাধ্যমিকের ফলাফল ঘোষণার নির্দিষ্ট দিন ঠিক করল পর্ষদ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল?
সূত্রের খবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে আগামী ২ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। আর ওই দিনই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। এবং মাধ্যমিক শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রাজ্যের ২ হাজার ৬৮৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষা। কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশের দিন নিয়ে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছিল।
পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন
আসলে এই বছর ফলপ্রকাশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে। কারণ আদালতের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, সঠিক সময়েই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কোথায় দেখা যাবে ফলাফল?
ফলপ্রকাশের দিন, সকাল থেকেই পরীক্ষার্থীরা রাজ্য পর্ষদের সরকারি ওয়েবসাইট অর্থাৎ wbchse.wb.gov.in গিয়ে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। আর নিজেদের রেজাল্ট জানার জন্য প্রয়োজন হবে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ এর।
এদিকে পর্ষদের এক আধিকারিক-এর তরফে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, আগামী ৩০ এপ্রিল মাধ্যমিকের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু ওই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান রয়েছে। তাই তারিখটি নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত ছিল পর্ষদ। শেষে ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে মাধ্যমিকের ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল ৮ মে এবং ওই একই বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছিল ২ মে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।