মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ফেল করলেও প্রথমবারেই UPSC ক্র্যাক! আজ IAS অঞ্জু |
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্বপ্ন পূরণে কোনও বাধাই যে বাধা হয় না, তা আবারও একবার প্রমাণ হয়ে গেল। দশম-দ্বাদশ শ্রেণি ক্লাসে অকৃতকার্য হয়েও একজন মেয়ে কীভাবে আইএএস অফিসার হতে পারে আজ সে সম্পর্কেই আলোচনা করা হবে। UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন। কপাল ভালো থাকলে একবারেই ক্র্যাক করা যায়। কিন্তু কপাল যদি খারাপ থাকে তাহলে খুব ভালো পরীক্ষার্থীও ফেল করে যান। কিন্তু পরে তাদের নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করা কিন্তু মুখের কথা নয়। আইএএস ডঃ অঞ্জু শর্মা এমনই একটি উদাহরণ।
ডঃ অঞ্জু শর্মা… তিনি একজন আইএএস অফিসার যিনি একবার দশম এবং দ্বাদশ পরীক্ষায় ফেল করেছিলেন। কিন্তু তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে প্রথম প্রচেষ্টাতেই UPSC CSE পাশ করেন। । তিনি রাজস্থানের ভরতপুরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষাজীবনে তিনি অনেক বাধার সম্মুখীন হন। সে দশম শ্রেণীর প্রি-বোর্ড পরীক্ষায় ফেল করেছিল। পরে, দ্বাদশ শ্রেণিতে তিনি অর্থনীতি বিষয়েও ফেল করেন।
এদিকে, অঞ্জু তার প্রাথমিক ব্যর্থতায় হতাশ হননি। হার না মেনে দুর্বলতাগুলো নিয়ে কাজ শুরু করেন। কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। এক্ষেত্রে মঞ্জু শর্মা সেটা প্রমাণ করেছেন। তিনি বিজ্ঞানে বিএসসি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্বর্ণপদক জিতেছিলেন। এর পরে, তিনি এমবিএ (ব্যবসায় প্রশাসনে মাস্টার) করেন এবং ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ১৯৯১ সালে, ২২ বছর বয়সে, অঞ্জু শর্মা তার প্রথম প্রচেষ্টায় UPSC CSE পাস করেন এবং একজন IAS অফিসার হন। তিনি প্রমাণ করেছিলেন যে প্রাথমিক ব্যর্থতাগুলি কোনও ব্যক্তির সম্ভাবনার প্রতিফলন ঘটায় না।
আইএএস অঞ্জু শর্মা গুজরাট ক্যাডারের। ১৯৯১ সালে রাজকোটে সহকারী কালেক্টর হিসেবে তাঁর প্রথম নিয়োগ হয়। পরে, তিনি কালেক্টর হন এবং রাজ্যের বিভিন্ন জেলায়, যেমন গান্ধীনগরে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। তার দক্ষতার কারণে, আইএএস অঞ্জু শর্মা এগিয়ে যেতে থাকেন। তাকে বিশেষ সচিব, সচিব, মুখ্য সচিব এবং বর্তমানে অতিরিক্ত মুখ্য সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
শ্বেতা মিত্র, কলকাতা: এবার কেন্দ্রীয় সরকারের পথেই হাঁটল রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার আগে আরও এক…
বাড়িতে সিনেমা হলের মতো মজা নিতে অনেকেই বড় স্ক্রিনের টিভি কিনতে চান, কিন্তু বাজেটের কারণে…
শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস অর্থাৎ এপ্রিলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা দেশের প্রতিরক্ষা খাতে কাজ করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য দারুণ সুখবর।…
মোটোরোলা (Motorola) শীঘ্রই নতুন দুটি ফ্লিপ ফোন Motorola Razr 60 এবং Razr 60 Ultra লঞ্চ…
ASUS ভারতীয় বাজারে নতুন ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। এর নাম রাখা হবে ASUS Zenbook S16।…
This website uses cookies.