মারা গেছে ভাই, কাঁদছে ভাইয়ের ব‌উ, পাশে রিলস করছে দিদি! অদ্ভুত দৃশ্য দেখে হতবাক নেটপাড়া

সস্তার ইন্টারনেট আর মোবাইল ফোন যে সমাজকে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানবিক ভাবে অনেকটাই পিছিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। রিলস, ভিডিও, পয়সার নেশায় হিতাহিত জ্ঞান ভুলেছে মানুষ। সহানুভূতি, মানবিকতা যে মানুষ ভুলেছে তা বলতেই হয়। সম্প্রতি সেই ঘটনার উদাহরণ ফের মিলল।

সম্প্রতি অত্যন্ত অমানবিক একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।‌ যেখানে দেখা গেছে, এক কামরার ঘরে এলোমেলো রয়েছে জিনিসপত্র। এক‌ইসঙ্গে ঘরের মেঝেতে শায়িত এক মৃতদেহ। আর সেই দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছে এক মহিলা, অবশ্যই সেই মৃত মানুষটির স্ত্রী।

READ MORE:  Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone

আর তাদের ঠিক পাশে বসে দুজন নির্লজ্জ, নির্লিপ্ত, অমানবিক মহিলা। যারা শুধুমাত্র কিছু লাইক কমেন্টের আশায় পরিস্থিতির গুরুত্ব ভুলে রিলস করে চলেছেন। ভাইয়ের দেহ ওই দুই মহিলার কাছে হয়ে উঠেছে ‘কনটেন্ট’। কাছের মানুষকে হারানোর বেদনা নেই তাদের চোখে মুখে। রয়েছে শুধু বেদনার অভিনয়।

ভিডিওটিতে ওই মহিলাকে তার বউদিকে উদ্দেশ্যে করে বলতে শোনা যায়, “কেঁদো না, মানুষের জন্ম, মৃত্যু কখন কেউ বলতে পারবে না। সব ভাইরা একসঙ্গে থাকো।” এই ভিডিও দেখে রীতিমতো ছিছিকার করেছেন নেটিজেনরা। কেউ প্রশ্ন করেছেন, কেমন দিদি আপনি? লজ্জা করে না? কেউ তার নীচু মানসিকতা কটাক্ষ করে বলেছেন, কিছু ভিউয়ের জন্য এতটা নিচে কী করে নামতে পারলেন?

READ MORE:  কালো পোশাকে উন্মুক্ত ক্লিভেজ, 'আজ কি রাত' গানে ইনস্টাগ্রামে আগুন ধরালেন এই বাঙালি অভিনেত্রী

 

Scroll to Top