মারুতির বড় ধামাকা, ছয়টি এয়ারব্যাগের অতিরিক্ত সুরক্ষার সঙ্গে লঞ্চ হল Brezza
সাম্প্রতিক কালে গাড়ি নিরাপদ করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে মারুতি সুজুকি। ক্র্যাশ টেস্টে নতুন প্রজন্মের ডিজায়ার সেডানের ফাইভ স্টার সেফটি রেটিং পাওয়া তার বড় প্রমাণ। এবার ইন্দো-জাপানি সংস্থাটি তাদের জনপ্রিয় এসইউভি, Brezza অতিরিক্ত সেফটি ফিচার্সের সঙ্গে আপডেটের ঘোষণা করল। নতুন কিছু বৈশিষ্ট্য সহ এই সাব-কমপ্যাক্ট এসইউভি এখন ছয়টি এয়ারব্যাগ অফার করবে, যা পূর্বে ZXi+ ট্রিমের মধ্যে সীমাবদ্ধ ছিল।
নতুন Maruti Brezza গাড়িটির দাম ৮.৫৪ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৪.১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ফেব্রুয়ারির শুরুতেই দাম ২০,০০০ টাকা বেড়েছিল। ছয়টি এয়ারব্যাগ ছাড়াও, গাড়িটি এখন সকল যাত্রীর জন্য তিন-পয়েন্ট সিটবেল্ট পেয়েছে। আগে যেখানে পিছনের যাত্রীদের জন্য তিন-পয়েন্ট সিটবেল্ট ছিল না।
এছাড়াও, যাত্রা আরামদায়ক করে তুলতে ফ্রন্ট সিটবেল্টের জন্য হাইট অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা থাকছে। সামঞ্জস্যযোগ্য রিয়ার হেডরেস্ট ও পিছনের সিটের ব্যাকরেস্টের জন্য ৬০:৪০ স্প্লিট ফোল্ডিং ফাংশন স্ট্যান্ডার্ড হিসাবে অফার করছে মারুতি ব্রেজা। পূর্বে এই বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র এই গাড়িটির উচ্চতর ভেরিয়েন্টে উপলব্ধ ছিল।
মেকানিক্যাল দিক থেকে অবশ্য মারুতি সুজুকি এই মডেলে কোনও আপগ্রেড করেনি। K15 পেট্রোল ইঞ্জিন থাকছে যা দারুণ পারফরম্যান্সের জন্য পরিচিত। সঙ্গে ফাইভ স্পিড ম্যানুয়াল বা সিক্স স্পিড অটোমেটিক গিয়ারবক্স অপশন পাওয়া যাবে। অটোমেটিক ভেরিয়েন্টে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি স্ট্যান্ডার্ড, যেখানে ZXi এবং ZXi+ ট্রিম দুটিতে ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে এই প্রযুক্তি উপলব্ধ। আবার কিছু ভেরিয়েন্টে ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিটেরও বিকল্প বর্তমান।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর সাথে হাত মিলিয়ে JioHotstar বাজারে এনেই…
This website uses cookies.