মার্কেট কাঁপাচ্ছে BSNL! এই সস্তার প্ল্যানের সামনে কুপোকাত Airtel-Jio

BSNL তাদের গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে। কারণ সরকারি সংস্থাটি ফের পুরানো মার্কেট শেয়ার ফিরে পেতে চাইছে। এই মুহূর্তে BSNL হল একমাত্র টেলিকম অপারেটর, যারা ১৫০০ টাকার কমে বার্ষিক প্ল্যান ‌রিচার্জ করার সুবিধা দেয় স্মার্টফোন ব্যবহারকারীদের। এই প্ল্যানে পুরো ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। যেসব গ্রাহক দীর্ঘ সময় ধরে তাদের সিম সচল রাখতে চান, তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আসুন বিএসএনএলের এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

READ MORE:  Netflix সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে, Airtel, Jio ও Vi গ্রাহকদের ফায়দা

BSNL এর ১৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

আমরা ১৫০০ টাকার কমে যে বিএসএনএল প্ল্যানের কথা বলছি তার মূল্য ১৪৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। গ্রাহকরা পুরো ৩৩৬ দিন ধরে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন।

তবে এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা দেওয়া হবে। আপনার যদি খুব বেশি ডেটার প্রয়োজন না হয় এবং আপনি যদি কেবল কল করেন তাহলে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এছাড়া আপনার যদি আরও ডেটার প্রয়োজন হয়, তাহলে আপনি ডেটা ভাউচার রিচার্জ করতে পারেন।

READ MORE:  জোরকদমে প্রস্তুতি, দ্রুত BSNL 5G চালু করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র | BSNL 5G Launching Soon

বিএসএনএলের দুটি ভয়েস-অনলি প্ল্যানও রয়েছে

বিএসএনএলের ৯৯ টাকার এবং ৪৩৯ টাকার প্রিপেড প্ল্যানগুলি আদতে ভয়েস অনলি ভাউচার। ৯৯ টাকার প্ল্যানটি ১৭ দিনের ভ্যালিডিটি সহ এসেছে, আর ৪৩৯ টাকার প্ল্যানটি ৯০ দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানগুলির কোনোটিই ডেটা বেনিফিট দেয় না। আর ৯৯ টাকার প্ল্যানে এসএমএস সুবিধাও নেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৫০ দিন বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা, বাম্পার অফার আনল রিলায়েন্স জিও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top