মার্চেই মিলবে বকেয়া DA? সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই হোলি। রঙের আনন্দে মাতবে গোটা দেশ। আর সেই আনন্দে এবার বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে ফের মহার্ঘ ভাতার বা DA ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশন মেনে চলতি বছরে দু’বার ডিএ পাবেন (DA Hike) কেন্দ্রের কর্মীরা। যার মধ্যে প্রথমটি মার্চে দোল পূর্ণিমার আগে ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে।
প্রতি বছর দু’বার মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে কেন্দ্র। এর মধ্যে প্রথমটিতে জানুয়ারি এবং দ্বিতীয়টিতে জুলাই থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এ বছরেও সেই নিয়মের কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। আশা করা যাচ্ছে আগামী ৫ মার্চ, ২০২৫-এ কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় কর্মচারীদের DA বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির ঘোষণা করতে পারে। এই বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও আশা করা যাচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের DA ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। যদি তা হয়, তাহলে কর্মচারীদের DA হারের পরিমাণ ৫৬ শতাংশে পৌঁছাবে, যেখানে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের DA এর পরিমাণ ৫৩ শতাংশ।
যদি DA বৃদ্ধি ঘটে তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের মাসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেক্ষেত্রে বলা যায়, যদি কোনও কর্মচারীর মাসিক বেতন ৬০,০০০ টাকা হয়, তবে ৩ শতাংশ DA বৃদ্ধির ফলে তাঁর বেতন বৃদ্ধি পাবে প্রায় ১৮০০ টাকা। এই বৃদ্ধির ফলে, ওই কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধি হবে ২১,৬০০ টাকারও বেশি। ২০২৪ সালের অক্টোবরে, কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জুলাই অর্ধ বছরের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের ৩ শতাংশ অতিরিক্ত কিস্তি অনুমোদন করেছিল। যেখানে আগে ভাতা ছিল ৫০ শতাংশ। এবার যদি আগামী ৫ মার্চ এই ভাতা ঘোষণা করা হয় তাহলে নতুন DA হার ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তাই, আগামী কয়েক মাসের মধ্যে কর্মচারীরা আরও বেশি বেতন পাবেন। এবং কর্মচারীদের অর্থনৈতিক পরিস্থিতি আরও ভাল হবে।
প্রসঙ্গত, গত বর্ষাকালীন অধিবেশনের সময়, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট করে দেন যে- সরকারের পক্ষ থেকে কোভিড মহামারীকালে বন্ধ থাকা ১৮ মাসের DA এবং DR বকেয়া পরিশোধের সম্ভাবনা প্রায় নেই। খোদ সেই কথা স্বীকার করে মন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বলেন, “কোভিডের সময় বন্ধ থাকা কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া ডিএ এবং ডিআর পরিশোধের কথা সরকারের বিবেচনায় নেই।” তাই, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুলাই এবং ২০২১ সালের জানুয়ারির তিন কিস্তি ডিএ ও ডিআর ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
ভারতীয় রেলে যাত্রার সময় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিকিট বুকিংয়ের সময় যদি আপনি সবচেয়ে নিরাপদ…
This website uses cookies.