মার্চ অবধি চলবে কাজ, হাওড়ার পর শিয়ালদা ডিভিশনে বাতিল একগাদা ট্রেন! বদলাবে রুটও
শ্বেতা মিত্র, কলকাতা: রেল লাইনে কাজ চলবে। তাই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। বাতিলের তালিকায় রয়েছে লোকাল ট্রেন। কিছু ট্রেনের সময় সূচি বদল করা হয়েছে। কিংবা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে যাত্রাপথ। কৃষ্ণনগর সিটি জংশনে শুরু হতে চলেছে নন ইন্টারলকিংয়ের কাজ। ২২ ফেব্রুয়ারি, শনিবার রাত থেকে কাজ শুরু হওয়ার কথা। প্রথম ধাপে প্রি নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। তারপর শুরু হবে নন ইন্টারলংকিয়ের কাজ। সব মিলিয়ে কাজ শেষ হতে সামনের মাসের ৩ তারিখ।
জানা গিয়েছে, ২২ ফেব্রুয়ারি রাত থেকে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে প্রথম ধাপের কাজ। তারপর ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত থেকে ৩ মার্চ (সোমবার) রাত পর্যন্ত হবে নন ইন্টারলকিংয়ের কাজ। ফলে একাধিক ট্রেনের সূচি প্রভাবিত হতে চলেছে।
আপ রানাঘাট – কৃষ্ণনগর সিটি লোকাল: ৩১৭২১, ৩১৭২৩, ৩১৭২৫
ডাউন কৃষ্ণনগর সিটি – রানাঘাট লোকাল : ৩১৭২২, ৩১৭২৬
২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে-
ট্রেন নম্বর ৩১৮১৬ ডাউন কৃষ্ণনগর সিটি (সকালে ৬ টা বেজে ৭ মিনিট) – শিয়ালদহ লোকাল আগামী ২৮/২/২৫ থেকে ২/৩/২৫ তারিখ পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনের পরিবর্তে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে
ট্রেন নম্বর ৫৩০৯১/৯২ আজিমগঞ্জ – কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার আগামী ২৮/২/২৫ থেকে ২/৩/২৫ তারিখ পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনের পরিবর্তে ধুবুলিয়া স্টেশন থেকে যাত্রা শেষ/শুরু করবে।
ট্রেন নম্বর ৫৩১৭২ ডাউন লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার আগামী ২১/২/২৫ থেকে ২৪/২/২৫ ও ২৭/২/২৫ থেকে ১/৩/২৫ তারিখে লালগোলা থেকে রাত্রি ১০:১৫ মিনিটের এর পরিবর্তে ১১ টা বেজে ১৫ মিনিটে ছাড়বে।
ট্রেন নম্বর ৫৩১৭২ ডাউন লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার আগামী ২৬/২/২৫ তারিখে লালগোলা থেকে রাত্রি ১০:১৫ এর পরিবর্তে রাত ১২ টা বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং ধুবুলিয়া পর্যন্ত যাবে।
ট্রেন নম্বর ৫৩১৮১ আপ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার আগামী ২৭/২/২৫ তারিখে শিয়ালদহ থেকে রাত্রি সাড়ে এগারোটার পরিবর্তে ৯০ মিনিট দেরিতে ছাড়বে, যাবে বাদকুল্লা পর্যন্ত।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.