লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মার্চ মাসের শেষে একটানা ৬ দিন ছুটি, দেখে নিন রাজ্যের লম্বা হলি ডে লিস্ট

Published on:

মার্চ পাশে শেষে কাজের চাপে বিরক্ত হয়ে পড়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ এই মাসের শেষে মিলছে টানা ৬ দিনের ছুটি (Holiday)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। যা আপনাকে দিতে পারে এক পারফেক্ট সর্ট ট্রিপের সুবিধা। তবে কবে, কীভাবে মিলবে এই ছুটি? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।

মার্চ মাসের ছুটির তালিকা 

চলতি বছরে মার্চ মাসের ছুটির তালিকায় নজর রাখলে দেখা যাচ্ছে যে, একটানা বেশ কয়েকদিন লম্বা ছুটি রয়েছে। যেমন-

  • ১৪ই মার্চ, বৃহস্পতিবার দোলযাত্রা উপলক্ষে সরকারি ছুটি ছিল। 
  • ২৭শে মার্চ, বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন এবং রাজ্য সরকারের ছুটি। 
  • ৩১শে মার্চ, রবিবার ঈদ উল ফিতর উপলক্ষে সমস্ত জায়গায় সরকারি ছুটি। 
  • ১লা এপ্রিল, সোমবার ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন উপলক্ষে সরকারি ছুটি। 
READ MORE:  DA, DR নিয়েও অফিসে চলছে গোপন ব্যবসা, বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

এছাড়া ২৯শে মার্চ শুক্রবার এবং ৩০শে মার্চ শনিবার ছুটি হওয়ায় কিছুটা প্ল্যান করলে টানা ছয়দিনের এক সফর করে আসা যেতে পারে। 

কীভাবে মিলবে টানা ছয় দিনের ছুটি?

প্রথমত ২৭শে মার্চ, বুধবার একটি সরকারি ছুটি রয়েছে। এরপ্র ২৮শে মার্চ, বৃহস্পতিবার যদি সিক লিভ বা ক্যাজুয়াল লিভ নিয়ে নেওয়া যায়, তাহলে মিলবে একটা এক্সট্রা ছুটি। এরপর ২৯ এবং ৩০শে মার্চ যথাক্রমে শুক্রবার এবং শনিবার, যা ছুটির দিন। তারপর ৩১শে মার্চ এবং ১লা এপ্রিল পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটি থাকছে। তাই একটানা মিলবে ছয়দিনের ছুটি।

READ MORE:  ২০২৫ সালে Jio-এর সেরা ৫টি রিচার্জ প্ল্যান, কম খরচে প্রচুর বেনিফিট

বিতর্কিত বিজ্ঞপ্তি নিয়ে রাজনৈতিক আলোচনা

তবে এই ছুটির প্রসঙ্গ নিয়ে এক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয় বিশ্বকর্মা পূজায় ছুটি না দিয়ে ইদে টানা দুই দিন ছুটি দেওয়া হবে। 

ফলে বিরোধী দল বিজেপি এটিকে ধর্মবিদ্বেষী সিদ্ধান্ত বলে দাবি করেছেন এবং শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করে। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়লে কলকাতা পৌরসভার সেই অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং বিজ্ঞপ্তিটিকে আবার সংশোধন করা হয়। 

READ MORE:  ১লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা, লেনদেন চালাতে এখনই এই কাজটি করুন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.