মার্চ মাসে একটানা ৪ দিন ছুটি, খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মীরা! কোন কোন দিন মিলছে ছুটি?

পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে দিন, আর তার মাঝেই একটানা চার দিনের ছুটি ঘোষণা। মার্চ মাসের এই বিশেষ ছুটির খবর শুনে খুশির হাওয়া বইছে রাজ্যের সরকারি কর্মীদের মনে। এতদিন পর এমন একটা সুযোগ কর্মব্যস্ত জীবনের মধ্যে একটু নিঃশ্বাসের সুযোগ দেবে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কেন এই ছুটির ঘোষণা হল। 

কোন কোন দিন ছুটি?

ফেব্রুয়ারি মাসেও সেরকম কোনো বড় ছুটি না পাওয়ায় হতাশায় কাটিয়ে দিয়েছে সরকারি কর্মীরা। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মিলতে পারে টানা চারদিনের ছুটি। হ্যাঁ ঠিক শুনেছেন। সাধারণ সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী-

  • ১৪ই মার্চ, শুক্রবার দোল পূর্ণিমা উপলক্ষে সমস্ত জায়গায় স্কুল, কলেজ, অফিস ছুটি থাকবে। 
  • ১৫ই মার্চ, শনিবার হোলি উৎসব উপলক্ষে সমস্ত জায়গার স্কুল, কলেজ, অফিস ছুটি থাকবে। 
  • ১৬ই মার্চ, রবিবার তো সাপ্তাহিক ছুটি থাকছেই। 
READ MORE:  পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস

তবে এখানেই শেষ নয়। যদি আপনি আরো ছুটি উপভোগ করতে চান তাহলে ১৩ই মার্চ, বৃহস্পতিবার একটি ক্যাজুয়াল লিভ নিলে পেয়ে যাবেন টানা চারদিনের ছুটি। অর্থাৎ, ১৩ থেকে ১৬ই মার্চ পর্যন্ত টানা বিশ্রামের সুযোগ।

পরিকল্পনা করুন নিখুঁতভাবে 

এরকম একটানা চার দিনের ছুটির সুযোগ খুব কমই আসে। তাই এই সময়টা পরিবারের সঙ্গে কাটান এবং এটি ছোটখাটো ট্রিপের জন্যে প্ল্যান করার একেবারে সঠিক সময় হতে চলেছে। কলকাতা থেকে কাছাকাছি দার্জিলিং, পুরি, দীঘা, শান্তিনিকেতনে ঘুরে আসতে পারেন। এই ছুটিটা নিঃসন্দেহে সরকারি কর্মীদের মধ্যে এক নতুন উদ্যম এনে দেবে।

READ MORE:  Gold And Silver Price: ফের বাড়ল সোনার দাম, কম যাচ্ছে না রুপোও! দেখে নিন আজকের রেট | Gold And Silver Rates Today

কর্মক্ষেত্রের ব্যস্ত জীবনে চাপ সামলাতে সামলাতে মাঝে মাঝে এমন ছুটির খুবই প্রয়োজন হয়। একদিকে যেমন কাজের ক্লান্তি কাটানো যায়, তেমনি পরিবার এবং প্রিয়জনদের সঙ্গেও সময় কাটানো যায়। তাই আর দেরি না করে ছুটির পরিকল্পনা সেরে ফেলুন এবং উপভোগ করুন মার্চ মাসের এই বিশেষ উপহার।

Scroll to Top