লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মার্চ মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখুন RBI-র ছুটির তালিকা

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্চ মাস আসতে আর বেশি দেরি নেই। আর এই মাসে ব্যাঙ্কের ছুটি (Bank Holiday)  সম্পর্কে জানলে হয়তো অবাক হবেন। মাসের প্রায় অর্ধেক দিন ছুটি। যদি আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এখন থেকেই পরিকল্পনা করা জরুরী। বছরের তৃতীয় মাসটি বিভিন্ন উৎসব-পার্বণের জন্য ছুটির তালিকায় ভর্তি। জানলে অবাক হবেন, এই মাসে ১৩ দিন বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ঘোষণা করেছে যে, ৩১শে মার্চ ব্যাংক ক্লোজিং-ডে হলেও এই দিন ব্যাঙ্ক ছুটি থাকবে না।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মার্চ মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা | March Month Bank Holidays List |

চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন কোন দিন, কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

READ MORE:  সরকারি চাকরির পরিকাঠামো নিয়ে বিস্ফোরক সুপ্রিম কোর্ট

১) ২রা মার্চ, রবিবার: এইদিন সাপ্তাহিক ছুটি। তাই সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২) ৭-৮ই মার্চ, শুক্রবার ও শনিবার: চাপচর কূট উৎসব উপলক্ষে আইজল শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৩) ৯ই মার্চ, শনিবার: দ্বিতীয় শনিবার উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৪) ১৩ই মার্চ, বৃহস্পতিবার: হোলিকা দহন উপলক্ষে দেরাদুন, কানপুর, রাঁচি এবং তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫) ১৪ই মার্চ, শুক্রবার: হোলি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

READ MORE:  DA বৃদ্ধি থেকে নিয়োগ, রাজ্য বাজেটে কপাল খুলতে পারে প্যারাটিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের

৬) ১৫ই মার্চ, শনিবার: ইয়াওসেং দিবস উপলক্ষে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৭) ১৬ই মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৮) ২২শে মার্চ, শনিবার: চতুর্থ শনিবার এবং বিহার দিবস উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে। 

৯) ২৩শে মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১০) ২৭শে মার্চ, বৃহস্পতিবার: শবে কদর উপলক্ষে জন্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১) ২৮শে মার্চ, শুক্রবার: জামাআতুল বিদা উপলক্ষে জন্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১২) ৩০শে মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১শে মার্চের ছুটি বাতিল

আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকায় ৩১শে মার্চ ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। কারণ ওই দিন ঈদের ছুটি পড়েছিল। কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩১শে মার্চ কোনরকম ছুটি থাকবে না। এইদিন শুধুমাত্র মিজোরাম ও হিমাচল প্রদেশ ছাড়া দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে। গ্রাহকরা স্বাভাবিকভাবেই তাদের লেনদেন করতে পারবে। 

READ MORE:  ভারত-চিন-আমেরিকার লক্ষ্য সোনার মতো দেখতে এই ধাতু! কেন হঠাৎ প্রতিদ্বন্দ্বিতায় ৩ শক্তিধর?

যেহেতু মার্চ মাসে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই আপনার জরুরী লেনদেন, চেক জমা, ক্যাশ উইথড্রল বা অন্য কোন ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ থাকলে আগেভাগে পরিকল্পনা সেরে ফেলুন। বিশেষ করে ১৪ই মার্চের ছুটির পরে ব্যাঙ্কে প্রচুর পরিমাণে ভিড় হতে পারে। তাই দেরি না করে এখনই পরিকল্পনা করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.