মালদায় সিভিকের কাণ্ডে চরম ক্ষুব্ধ নবান্ন, নিল বড় পদক্ষেপ

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, মালদায় দিনে দুপুরে ফের প্রকাশ্যে এল সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) দৌরাত্ম্য। অভিযোগ চেকপোস্টে গাড়ি আটকে মোটা অঙ্কের টাকা দাবি করলে সেই টাকা গাড়িচালক না দেওয়ায় তাঁকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে একটি ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়। রীতিমত সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সিভিকদের এই ভিডিও। আর এবার সেই নিয়ে নবান্নের তরফ থেকে এই তিন সিভিকের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঘটনাটি কী?

ঘটনা সূত্রে জানা গিয়েছে, রুহুল আলি নামে এক গাড়ি চালক ডালখোলা হাট থেকে ব্যবসায়ীদের গরু নিয়ে আসছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন গাড়ির মালিকও। আর তখনই ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকান। তাঁরা গাড়ির কাগজপত্র সঠিক আছে কিনা দেখতে চান। তাঁদের সমস্ত তথ্য দেখানোর পরেও ওই তিন সিভিক গাড়ির চালকের তরফ থেকে ১০০০ টাকা চায়। প্রথমে গাড়ির চালক সেই টাকা দিতে না চাওয়ায় কিছুক্ষণ বচসা চলে। পরে চালক পাঁচশো টাকা দিতে রাজিও হয়ে যান। এদিকে সম্পূর্ণ টাকা না দেওয়ায় তাই ওই গাড়ি চালককে টেনে হিঁচড়ে একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মার দেয়। আহত চালককে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়। আর তাতেই ক্ষিপ্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

READ MORE:  অপেক্ষা ফুরল! প্রকাশ্যে এল হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালুর দিনক্ষণ

ক্লোজ করার সিদ্ধান্ত নবান্নের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই তিন সিভিক ভলান্টিয়ার এর দাদাগিরি ক্রমেই সিভিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ-অসন্তোষের মাত্র বাড়িয়েছে। তাই গুরুতর অভিযোগকে মাথায় রেখে তিন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। যদিও প্রথমে জেলা পুলিশ ঠিক করেছিল যে তাদের শোকজ করা হবে। কিন্তু তার পরই সিদ্ধান্তে বদল করা হয়। জানিয়ে দেওয়া হয় যে, এই তিন সিভিককে ক্লোজ করা হচ্ছে। এ ব্যাপারে আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনার কথা আমরা জানি। সিরিয়াস অভিযোগ রয়েছে। এসপি গোটা ব্যাপারটা দেখছেন। ওদের ক্লোজ করা হয়েছে। খুব শীঘ্রই ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।”


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

প্রসঙ্গত, আরজি কর এর ঘটনার পর সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটতে দেখা যায় রাজ্য জুড়ে। দিনের পর দিন তাঁদের দাদাগিরি ছিল চোখে পড়ার মত। যার দরুন পরবর্তী সময়ে সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তারপরও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে এই ধরনের জুলুমবাজির অভিযোগ রয়েছে। যা নিয়ে বেশ চিন্তিত প্রশাসনিক মহল।

READ MORE:  গুটখার পিক ফেললেই মোটা টাকা ফাইন! এবার আরও কড়া আইন লাগুর কথা বললেন মমতা

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top