মাসের শুরুতেই বড় ঝটকা! রান্নার এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি, কত হল দাম?

প্রীতি পোদ্দার, ঢাকা: আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে রমজানের মাস। আর এদিকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েই চলেছে। এই অবস্থায় দ্রব্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় নাগরিকরা। এরই মধ্যে সেখানে মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট, হোটেল-রেস্তোরাঁর বিল, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, বিস্কুট, চশমার ফ্রেম, টিস্যু পেপার, সিগারেট-সহ শতাধিক পণ্য এবং পরিষেবায় কর বৃদ্ধি হয়েছে। যদিও আন্দোলনের প্রতিবাদে খানিকটা দমে গিয়েছে ইউনূস সরকার। যার ফলে রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু এক চিন্তা দূর হতে না হতেই ফের আরেক চিন্তায় ডুবল ওপার বাসী। ফের বাড়ানো হল গ্যাসের দাম।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত গ্রাহকদের!

সূত্রের খবর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর তরফ থেকে রান্নার গ্যাস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তাতেই কপালে হাত বাংলাদেশী গ্রাহকদের।

READ MORE:  বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ, বিপর্যস্ত পাকিস্তান, বাংলাদেশ! কততে ভারত?

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ানো হয়েছে। ১৯ টাকা করে বাড়ানো হয়েছে প্রতি সিলিন্ডারের দাম। এতদিন ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৪৫৯ টাকা। তবে বর্তমানে এই দাম বেড়ে হবে ১৪৭৮ টাকা। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৭ টাকা ৭৪ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে আসছে BERC। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। আর প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এই সংস্থা সৌদি কার্গো মূল্য নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম নির্ধারণ করে BERC। আমদানিকারক কোম্পানির চালান থেকে গড় করে গোটা মাসের জন্য ডলারের দাম হিসাব করে BERC।

আরও পড়ুনঃ বাজেটে শেষে প্রায় ৫ টাকা বাড়তে পারে জ্বালানির দাম! আরও মহার্ঘ হচ্ছে পেট্রোল, ডিজেল

ডিজেল কেরোসিনের দাম বাড়ল অনেকটাই

এর আগে গত ৩১ জানুয়ারি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দাম কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে। যেখানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে বেড়ে ১২২ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৬ টাকা করা হয়েছে। এইরকম ভাবে দাম বৃদ্ধিতে রীতিমত বেকায়দায় পড়েছে দেশবাসী।

READ MORE:  সুখবর, এক ধাক্কায় অনেকটাই দাম কমল গ্যাস সিলিন্ডারের, নতুন রেট কত?
Scroll to Top