মাসে মাত্র ১০ হাজার বিনিয়োগে ৫ বছরে মিলবে ৭ লাখ! পোস্ট অফিসের চমৎকার স্কিম
নিরাপদ এবং নিশ্চিত সঞ্চয় খুঁজছেন? তাহলে পোস্ট অফিসের ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD) স্কিম হতে পারে আপনার জন্য আদর্শ। স্বল্প আয়ে নিয়মিত সঞ্চয়ের এই পরিকল্পনায় ঝুঁকি নেই, বরং নিশ্চিত রিটার্ন রয়েছে সরকারের গ্যারান্টিতে। চাকরি জীবনের শুরু হোক বা সংসারের ব্যস্ততার মাঝে একটু সঞ্চয়, এই স্কিমে ভবিষ্যৎকে নিরাপদ করা যায় সহজেই।
পাঁচ বছরের মেয়াদে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে সুদসহ পাবেন মোটা অঙ্কের রিটার্ন। সরকারি প্রকল্প হওয়ায় একে নিরাপদ বলা হয়।
– সুদের হার: ৬.৭% বার্ষিক (ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে)
– মাসিক ন্যূনতম জমা: ১০০ (উর্ধ্বসীমা নেই)
– কে অ্যাকাউন্ট খুলতে পারেন: প্রাপ্তবয়স্ক, যৌথ হিসাব, ১০ বছরের বেশি বয়সী শিশু, মানসিকভাবে অক্ষম ব্যক্তি
– মোট জমা (৫ বছরে): ৬,০০,০০০
– মোট সুদ: ১,১৩,৬৫৯
– ম্যাচুরিটি অ্যামাউন্ট: ৭,১৩,৬৫৯
– ১-১৫ তারিখে খোলা অ্যাকাউন্ট: প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কিস্তি জমা
– ১৬ তারিখের পর খোলা অ্যাকাউন্ট: প্রতি মাসের শেষ কর্মদিবসের মধ্যে জমা
– মাধ্যম: চেক বা নগদ, দুটোতেই খোলা যায় অ্যাকাউন্ট
– প্রতি অনুপস্থিত কিস্তিতে ১ জরিমানা
– টানা ৪ মাস কিস্তি বন্ধ থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
– ২ মাসের মধ্যে ফের চালু করা যাবে অ্যাকাউন্ট
– ৬ মাসের অগ্রিম কিস্তিতে ১০ ছাড়
– ১২ মাসের অগ্রিম কিস্তিতে ৪০ ছাড়
– যেকোনো সময় এই সুবিধা নেওয়া সম্ভব
– ১২ কিস্তি জমার পর মোট জমার ৫০% পর্যন্ত লোন
– সুদ: ২% অতিরিক্ত
– কিস্তিতে বা এককালীন পরিশোধের সুবিধা
– সময়মতো না দিলে ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে
– ৫ বছরের পর মূল টাকা ও সুদ হাতে পাবেন
– চাইলে মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যাবে
– অতিরিক্ত সময়েও সুদ পাবেন (আংশিক হলে সেভিংস অ্যাকাউন্টের হারে)
– অ্যাকাউন্টধারক মারা গেলে নমিনি বা উত্তরাধিকারী টাকা তুলতে পারবেন
– নিরাপদ ও গ্যারান্টিযুক্ত রিটার্ন
– স্বল্পমেয়াদি সঞ্চয়ের সুবিধা
– জরুরি সময়ে লোনের সুবিধা
– কোনও ঝুঁকি নেই, সরকারি প্রকল্প
– সবার জন্য সহজলভ্য
পরামর্শ: আপনি যদি মাসে ₹১০০ বা তার বেশি জমা রেখে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজই পোস্ট অফিসে গিয়ে RD স্কিমে বিনিয়োগ করুন। ছোট সঞ্চয়ে গড়ে তুলুন বড় ভবিষ্যৎ।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে অর্থ সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা সবার কাছে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বল্প সময়ের ক্রিকেটে আগ্রহ দেখিয়েছিলেন দর্শকরা। তাই টেস্ট ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেট…
জিওহটস্টার লঞ্চের পরপরই নতুন নতুন মাইলফলক অতিক্রম করছে। প্ল্যাটফর্মটি পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা এখন ২০০ মিলিয়নেরও…
DOOGEE সম্প্রতি তাদের নতুন ট্যাবলেট DOOGEE U11 Pro লঞ্চ করল। এটি ছাত্র, পেশাদার, গেমার কিংবা…
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের…
সৌভিক মুখার্জী, কলকাতা: ক্রিপ্টো দুনিয়ায় বড়সড় চমক। বিটকয়েন বা ইথেরিয়াম নয়, এবার মাত্র একদিনেই নজর…
This website uses cookies.