মাসে ৩৫ লক্ষ টাকা ভাড়া! দিল্লি বা বেঙ্গালুরু নয়, এই শহরেই টেসলার প্রথম শোরুম | Tesla open India First Showroom in BKC Mumbai

টেসলার জন্য ভারতের দরজা অনেকদিন আগেই খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মার্কিন সংস্থাটি খুব শীঘ্রই দেশে ইলেকট্রিক গাড়ি আনতে পারে বলে শোনা যাচ্ছে। এদিন, আরও একটি বড় খবর সামনে এল। জানা গিয়েছে, মুম্বইতে প্রথম শোরুমের জন্য চুক্তি চূড়ান্ত করে ফেলেছে সংস্থাটি। ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

মুম্বইয়ে খুলছে টেসলার প্রথম শোরুম

জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (BKC) ৪,০০০ বর্গফুট বাণিজ্যিক স্থান নিশ্চিত করেছে টেসলা। এই শোরুমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রদর্শিত হবে টেসলার নতুন ইলেকট্রিক গাড়িগুলি। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স প্রিমিয়াম লোকেশন হিসাবে পরিচিত। সেই এলাকায় সবথেকে বেশি ভাড়া দিয়ে লিজ নিতে চলেছে টেসলা। মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা (প্রতি বর্গফুট ৯০০ টাকা) ভাড়া দিতে চলেছে সংস্থাটি। সূত্র মারফর খবর, এই লিজের মেয়াদ ৫ বছর।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে কীভাবে জিতবে ভারত, BCCI-র অনুষ্ঠানে রহস্য ফাঁস করলেন রোহিত | Rohit Sharma In Board of Control for Cricket in India's Program

দিল্লিতে পরবর্তী শোরুম

মুম্বইয়ের পর দিল্লির অ্যারোসিটি কমপ্লেক্সে একটি দ্বিতীয় শোরুম খোলার পরিকল্পনা করছে টেসলা। যদিও দিল্লিতে যে শোরুম খোলা হবে, সেখানে টেসলা ৫ বছরের জন্য লিজ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটনে সিইও ইলন মাস্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দেশে আসার তোড়জোড় শুরু করেছে টেসলা। শুধু তাই নয়, ইতিমধ্যে ১৩টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও জারি করেছে মার্কিন সংস্থাটি।

READ MORE:  এমন অফার কেউ দেবে না, অবিশ্বাস্য ছাড়ে মোটরসাইকেল বিক্রি করছে জনপ্রিয় সংস্থা

ভারতে টেসলার সম্ভাব্য দাম

আমদানি শুল্কের ভার কমানো হলেও গাড়ির দাম যে খুব একটা কমতে পারে, সেই সম্ভাবনা নেই বলে মনে করছেন অনেকে। কারণ আমদানি শুল্কের পরও নানা ট্যাক্স দিতে হয়। তা যোগ করার পর গাড়ির চূড়ান্ত দাম অনেকটাই বেড়ে যায়। এক রিপোর্ট অনুযায়ী, ভারতে টেসলার দাম শুরু হতে ৩৫ লাখ টাকা থেকে। টেসলা সাইবারট্রাকের দাম হতে পারে ৫০ লাখ টাকা। টেসলা মডেল ২ এর দাম হতে পারে ৪৫ লাখ টাকা। সবথেকে দামি গাড়ি হতে পারে টেসলা মডেল এক্স, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

READ MORE:  ফেব্রুয়ারিতে বাম্পার অফার, ১৫,০০০ টাকা ছাড় মিলছে সুজুকির জনপ্রিয় মোটরবাইকে

Scroll to Top