মা লক্ষীর কৃপায় আর্থিক উন্নতি হবে ৫ রাশির, আজকের রাশিফল ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার
পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার। হিন্দু ধর্মের মতে বৃহস্পতিবার শিব, বিষ্ণু ও লক্ষী নারায়ণের আরাধনা করার দিন। বিশেষ করে লক্ষীর আরাধনা করলে আর্থিক উন্নতি হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে? চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল (Ajker Rashifal) ।
মেষ – আজ নিজেকে সংযত রাখার চেষ্টা করতে হবে, কারণ পারিবারিক দায়িত্বের কারণে উত্তেজনার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি মনোযোগ দিন এতে আপনার কাজে সাফল্য মিলবে। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন।
প্রতিকার – আর্থিক উন্নতির জন্য আজ মহিলাদের শ্বেত বস্ত্র দান করতে পারেন।
বৃষ – অতীতের কঠিন পরিশ্রম আজ ফল দেবে, পুরোনো কোনো কাজে সফলতা মিলতে পারে। শরীরের প্রতি যত্নবান হন। অফিসে হটাৎই কোনো কাজের কারণে চাপের সৃষ্টি হতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলেই সময়ের মধ্যে কাজ মিটবে। সন্ধ্যের সময় স্ত্রীর সাথে সময় কাটান এতেই নতুন করে রোম্যান্স ফিরবে দাম্পত্য জীবনে।
প্রতিকার – আজ সকালে সূর্য দেবতাকে লাল ফুল নিবেদনকরে ভক্তিভরে পূজা করলে আর্থিক সমৃদ্ধি পেতে পারেন।
মিথুন – আপনার সরল মন ও ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে বন্ধুরা। সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি আজ ফাইনাল হতে পারে, এক্ষেত্রে বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে গুরুজনের পরামর্শও নিতে পারেন। প্রেমে সমস্যা দেখা দিলে মাথা ঠান্ডা রেখে নিজের অনুভূতি প্রাকাশ করুন এতে প্রিয়জন ঠিকই আপনাকে বুঝবে।
প্রতিকার – আর্থিক উন্নতির জন্য স্নান করে উঠে মহালক্ষীর পুজো করুন।
কর্কট – পরিশ্রম আর সাধারণ বুদ্ধির ফলে আপনার কাজে সাফল্য আসবে, তবে ধৈর্য্য বজায় রাখতে হবে। ব্যবসায়ীরা আজ লাভের মুখে দেখবেন। চাইলে এক দুই দিনের জন্য ছুটি নিয়ে ঘুরে আস্তে এপ্রেন। এতে কাজের কোনো অসুবিধা হবে না। তবে পরিবারের লোকের জন্য কিছুটা সময় রাখুন, এতে সম্পর্ক ভালো হবে।
প্রতিকার – সংসারে সুখ শান্তি বজায় রাখতে একটানা ১০৮ দিন প্রবীণ মহিলাকে শ্রদ্ধার সাথে প্রণাম করুন।
সিংহ – আটকে থাকা কাজে গতি আসবে। ছোটখাটো জিনিসের পিছনে সময় নষ্ট না করে কাজে মনোযোগ দিন, এতে আপনার কাজ সফল হবে। প্রিয়জন বা স্ত্রীর সাথে সম্পর্কে কিছুটা সমস্যা আসতে পারে, তবে মাথা গরম না করে ধৈর্য্য ধরে সবটা সামলাতে হবে। মনকে শান্ত করতে চাইলে আধ্যাত্মিক চর্চা বা পুজো আর্চা করতে পারেন।
প্রতিকার – আজ কাজ সফল করতে চাইলে কালো পোশাক পড়ুন।
কন্যা – অতীতে করা বিনিয়োগ ভালো ফল দেবে, ফলে আর্থিক সমৃদ্ধি আসবে। আত্মীয়দের সাথে ছোটখাটো ভ্রমণের প্ল্যান হতে পারে। পরোপকারী স্বভাবের জেরে নিজের অজান্তেই আপনি কোনো ভাবে উপকৃত হতে পারেন। স্ত্রীর সাথে মন খুলে কথা বলুন, নাহলে তৃতীয় ব্যক্তির প্রবেশ সম্পর্ক নষ্ট করতে পারে।
প্রতিকার – প্রেম জীবনে উন্নতির জন্য হাতে রুপার বলা পড়তে পারেন।
তুলা – দিনের শুরুতেই বন্ধু বা আত্মীয়দের তরফ থেকে সুখবর মিলতে পারে। অফিসের কাজ একটু দ্রুত শেষ করে নিজের জন্য কিছুটা সময় বের করুন। সন্ধ্যের দিকে হটাৎ করেই প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার ফলে মেজাজ উৎফুল্ল হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অতীতের খাটনি সার্থক হবে ফলে চাপ থাকলেও সাফল্য পাবেন।
প্রতিকার – জীবনের সমস্যা কিছুটা কাটানোর জন্য সারাদিনে যখন হোক সময় বের করে শনি মন্দিরে সাদা বাতাস, সাদা ফুলের মালা দিয়ে আরাধনা করতে পারেন।
বৃশ্চিক – যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে তারা দ্রুত এটা ত্যাগের চেষ্টা করুন, না হলে খুব শীঘ্রই শারীরিক স্বাস্থ্যের অবনতি হবে। প্রেমিকার ব্যবহারে মেজাজ খারাপ হতে পারে, তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সারাদিনের কাজের শেষে পার্কে বা নির্জন জায়গায় কিছুটা সময় কাটাতে পারেন এতে মানসিক শান্তি পাবেন।
প্রতিকার – প্রেম জীবন সুখকর করতে সাদা হাঁস জোড়া উপহার দিতে পারেন। আজ কোনো শুভ কাজে বেরোলে হালকা হলুদ বা সাদা রঙের পোশাক পড়তে পারেন।
ধনু – কাজের চাপ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তবেই আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে। নতুন কাজের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রত্যাশা কম রেখেই কাজ শুরু করুন। চাপ কমানোর ক্ষেত্রে আধ্যাত্মিক চর্চা করতে পারেন।
প্রতিকার – কর্মজীবনে উন্নতি পেতে ব্রোঞ্জের মুদ্রাসবুজ সুতোয় বেঁধে হাতে পড়তে পারেন।
মকর – নিজের শরীরের প্রতি যত্নবান হন, বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে সচেতন হন। খরচের উপরেও নিয়ন্ত্রণ করতে হবে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। আজ অভিজ্ঞ ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য বেশ ফলপ্রসূ হবে। আজ শ্বশুরবাড়ির তরফ থেকেই খারাপ খবর মিলতে পারে ফলে মন খারাপ হয়ে যেতে পারে।
প্রতিকার – সোমবার সকালে সাদা পদ্ম বা শাপলা গুলি দিয়ে শিব মন্দিরে পুজো দিতে পারেন।
কুম্ভ – আজ আপনি যে কোনো কাজের জন্য বেশ আত্মবিশ্বাসী। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের তরফ থেকে প্রশংসা পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনাও থাকছে। ব্যবসার সাথে জড়িত থাকলে লাভের মুখ দেখবেন। আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে।
প্রতিকার – আর্থিক উন্নতির জন্য সর্ষের তেলের পাত্রে নিজের প্রতিচ্ছবি দেখতে পারেন। সেই তেলে আটার বল ভেজে তা পাখিদের খাওয়াতে পারেন।
মীন – কঠিন কাজকেও সময়ের মধ্যে গুছিয়ে করতে সক্ষম হওয়ার কারণে আপনি বেশ আরাম উপভোগ করতে পারবেন। পুরোনো ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারেন।
প্রতিকার – কাজের জায়গায় সমস্যা হলে বাড়ি থেকে বেরোবার আগে কেশর যুক্ত খাবার খেয়ে বেরোনোর চেষ্টা করুন।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.