মিটবে সমস্যা, আরও ২০টি নয়া রেক কলকাতা মেট্রোয়, চলবে কোন কোন লাইনে?
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) মানচিত্রে যুক্ত হচ্ছে নয়া পালক। 36 রেকের মেট্রো বাহিনীতে খুব শীঘ্রই আরও 20টি রেক যুক্ত হতে চলেছে। মেট্রোর একটি সূত্র মারফত খবর, আগামী এপ্রিলের মধ্যেই নতুন দুটি রেক কলকাতায় এসে পৌঁছবে। বাকি 18টি বছরের একেবারে শেষ দিকে সম্ভবত ডিসেম্বর নাগাদ কলকাতায় আনা হতে পারে।
কলকাতা মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে কলকাতা শহর জুড়ে মেট্রোর বিভিন্ন লাইনে চলাচলের জন্য 8 কামরার রেক আছে মোট 36টি। জানা যাচ্ছে, এর মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন রুটে 4টি রেক চালানো হয়। অন্যদিকে জোকা থেকে মাঝেরহাট অর্থাৎ পার্পল লাইনের জন্য ব্যবহার করা হয় 4টি রেক।
এখন প্রশ্ন, এর মধ্যে আরও অতিরিক্ত রেক নিয়ে এসে সেগুলি কোন রুটে ব্যবহার করা হবে? বেশ কিছু সূত্র মারফত খবর, কলকাতা মেট্রো সম্ভবত নতুন রেকগুলি অরেঞ্জ, পার্পল ও ইয়েলো লাইনে চালানোর কথা ভাবছে। সেই সাথে আগামী 3 বছরের মধ্যে কলকাতায় নির্মীয়মান মেট্রো প্রকল্প গুলির কাজও শেষ করতে চাইছে তারা।
শহর জুড়ে মেট্রোর বিস্তার বর্তমানে 60 কিলোমিটার। তবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের যা পরিকল্পনা, তাতে আগামী কয়েক বছরের মধ্যেই মেট্রোপথের মোট দৈর্ঘ্য বেড়ে হবে 120 কিলোমিটার। কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব আগামী 3 বছরের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে নির্মীয়মান মেট্রো প্রকল্প গুলির কাজ শেষ করতে হবে। আর এই কাজ একবার শেষ হয়ে গেলে মেট্রোর যাত্রাপথও অনেকটাই বাড়বে।
এহেন আবহে, রুট বাড়ার পাশাপাশি রেকের সংখ্যা বাড়ানোর প্রয়োজনবোধ থেকেই নাকি আরও 20 টি মেট্রো রেক কলকাতায় নিয়ে আসার চিন্তাভাবনা করেছে রেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এপ্রিলের শুরুর দিকে কিংবা মাঝামাঝি সময়ে দুটি মেট্রো রেক কলকাতায় এসে পৌঁছতে পারে। বাকি 18টি সম্ভবত চলতি বছরের শেষের দিকে এসে পৌঁছবে। কলকাতা মেট্রোর একটি সূত্র জানিয়েছে, চলতি বছর 20টি রেক নিয়ে আসার পর আরও 37টি রেক কলকাতায় আসার কথা রয়েছে।
অবশ্যই পড়ুন: ভারত বনাম বাংলাদেশের এশিয়ান কাপের ম্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেখবেন কীভাবে? জেনে নিন
প্রসঙ্গত, কলকাতা মেট্রোর বেশ কিছু সূত্র অনুযায়ী, আগামী এপ্রিল মাস থেকে ধাপে ধাপে 20টি মেট্রো রেক এসে পৌঁছতে পারে কলকাতায়। সূত্র বলছে, সেগুলির সবকটিতেই নাকি অটোমেটিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম রয়েছে। মেট্রো তাদের এই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করছে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি…
This website uses cookies.