মিড রেঞ্জে প্রথমবার, Realme P3 Pro 5G ও Realme P3x 5G জবরদস্ত ফিচার সহ আজ লঞ্চ হচ্ছে | Realme P3 Pro 5G and Realme P3x 5G Launch Today in India
আজ ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে রিয়েলমির নতুন দুটি ওয়াটারপ্রুফ স্মার্টফোন। রিয়েলমির ‘পি৩’ সিরিজের অধীনে ডিভাইস দুটি আসবে। এই আসন্ন স্মার্টফোন দুটির নাম – Realme P3 Pro 5G এবং Realme P3x 5G। এর মাধ্যমে পি৩ প্রো মডেল নেবুলা ডিজাইন সহ আসবে যা একে অন্ধকারেও চকচকে করে তুলবে। আবার Realme P3x 5G এর লুনার সিলভার ভ্যারিয়েন্টে দুর্দান্ত আইসফিল্ড ডিজাইন দেখা যাবে এবং এতে গ্লাস ব্যাক প্যানেল থাকবে যা মাইক্রন-লেভেল এনগ্রেভিং প্রযুক্তির মাধ্যমে রঙ পরিবর্তন করবে।
রিয়েলমি পি৩ প্রো এই সেগমেন্টের প্রথম ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। এদিকে, রিয়েলমি পি৩এক্স ৫জি হবে বিশ্বের প্রথম ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসর চালিত স্মার্টফোন।
রিয়েলমি পি৩ প্রো তিনটি বিশেষ রঙে পাওয়া যাবে: নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন এবং গ্যালাক্সি পার্পল। আর রিয়েলমি পি৩এক্স ৫জি তিনটি রঙে আসবে: লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক।
রিয়েলমি পি৩ প্রো মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), এফ/১.৮ অ্যাপারচার এবং ২৪ মিলিমিটার ফোকাল লেংথ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর থাকবে। রিয়েলমি পি৩ প্রোতে পাওয়া যাবে কার্ভড ডিসপ্লে। এটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং এই ব্যাটারি ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। এটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত সেগমেন্টের প্রথম ফোন হবে। রিয়েলমি পি৩ প্রো ফোনে থাকবে জিটি বুস্ট। এটি BGMI টুর্নামেন্ট-সার্টিফায়েড পারফরম্যান্স দেবে।
রিয়েলমি পি৩এক্স ৫জি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ধুলাবালি ও জল থেকে রক্ষা করতে এতে থাকবে ডুয়াল আইপি রেটিং – আইপি৬৮+আইপি৬৯, যা এই সেগমেন্টে প্রথমে। ফোনটি মিলিটারি-গ্রেড শক প্রতিরোধীও হবে। আবার এটি এই সেগমেন্টের প্রথম ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।
রিয়েলমি পি৩ প্রো এর দাম শুরু হতে পারে ২৫,০০০ টাকা থেকে। ভারতে এর পূর্বসূরি অর্থাৎ রিয়েলমি পি২ প্রো, তিনটি কনফিগারেশনে উপলব্ধ ছিল: এর বেস মডেলের দাম ২১,৯৯৯ টাকা।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইউকো ব্যাঙ্ক (Uco Bank) এবার সরকারের মালিকানা কমানোর পথে হাঁটছে। হ্যাঁ, চলতি…
ভারতের গ্রামীণ ব্যাংকগুলি এবার নতুন রূপ পেতে চলেছে। হ্যাঁ, সরকারের ‘ওয়ান স্টেট ওয়ান আরআরবি’ (One…
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে, যা ৩০ মে ২০২৫ থেকে কার্যকর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের আবহের মাঝেই অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ আইন…
This website uses cookies.