মিড রেঞ্জ সেগমেন্টে কোন মডেল এগিয়ে? দেখুন পার্থক্য
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং Nothing Phone 3a, ভারতীয় বাজারে দ্রুত ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। কারণ উভয় ফোনেই রয়েছে দারুন ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী পারফরম্যান্স। কিন্তু স্পেসিফিকেশনের নিরিখে কোনটা ভাল? আসুন জেনে নেওয়া যাক।
মোটোরোলা এজ ৬০ ফিউশনে আছে ৬.৭ ইঞ্চির পোলড প্যানেল, যা ১.৫ কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ এবং ৪,৫০০ নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। নাথিং ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৩,০০০ নিটস।
মোটোরোলা এজ ৬০ ফিউশন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চালিত, যা ১২ জিবি LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করে। অন্যদিকে, নাথিং ফোন ৩এ-তে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ প্রসেসর। এতে ৮ জিবি র্যাম, ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সনি LYT৭০০সি সেন্সর) অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/১.৮ অ্যাপারচার রয়েছে মোটোর ফোনে। সঙ্গে ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে রয়ের ৩২ মেগাপিক্সেল সেন্সর। নাথিং ফোন ৩এ ডিভাইসে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস), সাথে সেকেন্ডারি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ২x অপটিক্যাল জুম এবং ৩০x আল্ট্রা জুম প্রদান করে। এর সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর ১২০-ডিগ্রি ফিল্ড অফ ভিউ প্রদান করে এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Moto Edge 60 Fusion ফোনে শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৬৮ ওয়াট টার্বো চার্জিং সমর্থন করে। অপরদিকে, Nothing Phone 3a ডিভাইসে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াট তারযুক্ত চার্জিং।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের গত রবিবারের ম্যাচে (IPL 2025) বহু…
প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক মামলায় মাথা নিচু হচ্ছে রাজ্য সরকারের। যার মধ্যে অন্যতম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার মরসুমের চতুর্থ মহারণে(KKR Vs SRH) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে…
স্মার্টফোনে জল লাগলে তা নষ্ট হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে ওয়ারেন্টি থাকলেও কোনো সুবিধা পাওয়া…
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক টুলগুলি যতটা উপকারী, ততটাই ভয়ংকর। ইতিমধ্যেই AI টুল অপব্যবহারের একাধিক খবর…
প্রীতি পোদ্দার, কলকাতা: একবছর আগে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া (SSC Case) নিয়ে যেই রায় দিয়েছিল,…
This website uses cookies.