লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মিলবে একদম বিনামূল্যে বিদ্যুৎ, নয়া প্রকল্প চালু করলো প্রধানমন্ত্রী

Published on:

বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এখন সাধারণ মানুষের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল (Electricity) কমানোর উপায় খোঁজার জন্য এখন অনেকেই বিকল্প শক্তির দিকে পা বাড়াচ্ছেন। আর ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার নিয়ে আসলো এক নতুন প্রকল্প ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’।

এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে এবার সৌরশক্তির ব্যবহার বাড়ানো হবে এবং গ্রাহকদের বিদ্যুতের খরচ অনেকটাই কমবে। শুধু তাই নয়, এই উদ্যোগের ফলে সরকারি ভর্তুকির সুবিধা পাওয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন করে উপার্জন করতে পারবে সাধারণ মানুষ।

কী এই ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’?

গত বছর ১৩ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের মূল লক্ষ হল দেশের প্রত্যেকটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুতের খরচ কমানো। পাশাপাশি দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে তোলা।

READ MORE:  রাজ্যের সরকার কর্মচারীদের বাড়লো বোনাস, মিলবে বাড়তি ৬৮০০ টাকা

এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ১০ লক্ষের বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করেছে। জানা গিয়েছে, একজন গ্রাহক বছরে প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে।

কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধাগুলি মিলছে সেগুলি হল-

১) বিনামূল্যে বিদ্যুৎ- সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করার ফলে বিদ্যুতের বিল অনেকটাই কমছে বা বিল একদম ফ্রি হয়ে যেতেও পারে। 

২) সরকারি ভর্তুকি- সৌর প্যানেল বসানোর জন্য সরকার প্রাথমিকভাবে ৩০ হাজার টাকা থেকে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। 

৩) ব্যাংক ঋণের সুবিধা- মাত্র ৭% সুদে ব্যাংকের থেকে ঋণ পাওয়া যাবে, যাতে সৌর প্যানেল বসানো আরো সহজ হয়। 

৪) বিদ্যুৎ বিক্রির সুযোগ- অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে তা বিদ্যুৎ সংস্থার কাছে বিক্রিও করে দেওয়া যাবে। 

READ MORE:  Gold Price: হু হু করে কমছে দাম, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের পড়ল সোনার দর, রইল আজকের রেট | Today's Gold And Silver Price

৫) পরিবেশবান্ধব- সৌরশক্তি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ অনেকটাই কম হবে। ফলে পরিবেশ দূষিত হবে না।

কীভাবে আবেদন করবেন? 

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে PM Surya Ghar যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর আপনার রাজ্য, বিদ্যুৎ সংস্থা এবং গ্রাহক নাম্বার দিয়ে নিবন্ধন করুন। 
  • এরপর ছাদে সৌর প্যানেল বসানোর জন্য আবেদন করুন। 
  • অনুমোদন পাওয়ার পর নির্দিষ্ট সংস্থা আপনার বাড়িতে এসে সৌর প্যানেল বসিয়ে দিয়ে যাবে। 
  • এক মাসের মধ্যে সরকার ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে দিয়ে দেবে। 

সাবসিডি এবং খরচের হিসাব

সরকার এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের ১ কিলোওয়াট থেকে ৩ কিলোওয়াট পর্যন্ত ভর্তুকির সুবিধা দিচ্ছে। ১ কিলোওয়াটে সরকার ৩০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে, যেখানে খরচ হবে ৯০ হাজার টাকা। একইভাবে ২ কিলোওয়াটে সরকার ৬০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে, যেখানে খরচ হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটে সরকার ভর্তুকি দিচ্ছে ৭৮ হাজার টাকা, যেখানে খরচ হবে ২ লক্ষ টাকা। 

READ MORE:  8th Pay Commission: এপ্রিলে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন, কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বড় খবর | Central Government Of New Pay Commission

পাশাপাশি যদি ছাদে কারোর অতিরিক্ত জায়গা থাকে, তাহলে তিনি আরো বড় ক্ষমতার প্যানেল বসাতে পারবেন এবং সৌর বিদ্যুৎ বিক্রি করে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন।

ভবিষ্যৎ সম্ভাবনা

বিদ্যুৎ বাঁচানো এবং সাশ্রয়ী শক্তি ব্যবহারের ক্ষেত্রে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। এটি কেবলমাত্র বিদ্যুতের বিল কমাবে না, বরং ভবিষ্যতে ভারতের বিদ্যুৎ সংকট দূর করতে সাহায্য করবে। তাই আপনি যদি বিদ্যুৎ বিল কমাতে চান এবং ভবিষ্যতে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা পেতে চান তাহলে আজই এই প্রকল্পে আবেদন করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.