মিলবে ১২ হাজার টাকা, চালু হল নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, সঙ্গে রাখুন এই ডকুমেন্টগুলি
সৌভিক মুখার্জী, কলকাতাঃ উচ্চশিক্ষার স্বপ্ন সবাই দেখে। কিন্তু আর্থিক দুরাবস্থা অনেক সময় পিছনে ফেলে দেয়। তবে পশ্চিমবঙ্গ সরকার এবার সেই সমস্যা দূর করতে নিয়ে এসেছে নবান্ন স্কলারশিপ ২০২৫ (Nabanna Scholarship 2025)। এই স্কলারশিপটি মূলত রাজ্যের মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটি বড় সুযোগ, যা উচ্চশিক্ষার পথকে আরো মসৃণ করে দেয়। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে, কীভাবে আবেদন করবেন সবকিছু জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নবান্ন স্কলারশিপটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলের অধীনে পরিচালনা করা হয়। এটি বিশেষ করে স্নাতক, স্নাতকোত্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পঠরত ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে। সব থেকে বড় সুবিধা হল, এই স্কলারশিপ শুধুমাত্র সাধারণ কোর্সের জন্য নয়। বরং ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নার্সিং, ফার্মেসী এবং আইন বিভাগসহ বিভিন্ন পেশাগত কোর্সের জন্য উপলব্ধ।
প্রথমত নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আগেই বলা হয়েছে, এখানে বিভিন্ন কোর্সের প্রার্থীরা আবেদন করতে পারে। যদি কেউ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আবেদন করে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য ৫০% থেকে ৬০% নাম্বার প্রয়োজন। যদি কেউ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে স্নাতক স্তরের জন্য আবেদন করে, সেক্ষেত্রে ৫০% থেকে ৬০% নাম্বার প্রয়োজন। যদি কেউ স্নাতক উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তর স্তরের জন্য আবেদন করে, সেক্ষেত্রে ৫০% থেকে ৫৩% নাম্বার প্রয়োজন। এক্ষেত্রে বলে রাখি, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।
যেহেতু বিভিন্ন কোর্সের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়, তাই প্রতিটি কোর্সে স্টাইপেন্ডের পরিমাণও ভিন্ন। যেমন সাধারণ কোর্সের জন্য কেউ আবেদন করলে প্রতি বছর ১০,০০০/- টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। যদি পেশাগত কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ফার্মেসি, নার্সিং ইত্যাদির জন্য আবেদন করে, তাহলে ছাত্রছাত্রীরা ১২,০০০/- টাকা করে স্টাইপেন্ডে পায়। সব থেকে বড় সুবিধা হল, আবেদন যাচাই করার পর নির্দিষ্ট সময়ে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে এই অনুদান প্রদান করা হয়।
নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদনের দরজা খুলে দিয়েছে রাজ্য সরকার। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে www.cmrf.wb.gov.in ওয়েবসাইটেকে গিয়ে “Apply for Educational Financial Assistance” বিভাগে যান।
২) নতুন আবেদনকারী হলে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩) এরপর লগইন করে নিজের সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন।
৪) এরপর ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
৫) এরপর আবেদন জমা দিয়ে রেফারেন্স নাম্বার সংগ্রহ করে রাখুন।
তবে যদি কারো অনলাইনে আবেদন করতে সমস্যা হয়, তাহলে সে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে সাদা কাগজে একটি আবেদনপত্র লিখুন।
২) এরপর নবান্ন স্কলারশিপের নির্ধারিত ফরম পূরণ করুন।
৩) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করুন ।
৪) এরপর আবেদনপত্র নির্দিষ্ট দপ্তরে গিয়ে জমা দিন এবং রশিদ সংগ্রহ করে রাখুন।
নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য যে নথিপত্রগুলি প্রয়োজন হয় সেগুলি হল-
রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ একধাপ এগিয়ে থাকে। তবে মনে রাখবেন, এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৫। তাই সময় মতো আবেদন করুন এবং আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.