মিলবে ৩৮০০০ টাকা অবধি! এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা নবান্নর

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে সাথে সরকারি চাকরির সংখ্যা কমেই চলেছে। এদিকে বেকারত্বও বাড়ছে সমান তালে, তাই পরিস্থিতি কিছুটা মোকাবিলা করতে বিভিন্ন স্টোরে বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার নতুন আর্থিক বছর শুরুর আগেই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এল সুখবর। বাড়ছে বেতন। কতটাকা বাড়বে? কী হিসাবে বাড়বে? সবটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

সম্প্রতি রাজ্য চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানা যাচ্ছে প্রাথমিকভাবে ২৫০০ টাকা ও তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বাড়বে বেতন। আর নতুন এই বেতন ১ লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। সুতরাং জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুমাসের টাকা অতিরিক্ত পাওয়া যাবে।

READ MORE:  Cooling Device: ৪০ হাজারের AC ছাড়ুন, বাড়িতে আনুন ৫ হাজারের এই ডিভাইস! নিমিষেই ঘর হবে ঠান্ডা | Techzere Electric Dehumidifier

একধাক্কায় বেতন বাড়ল চুক্তিভিত্তিক ড্রাইভারদের

বিজ্ঞপ্তি অনুযায়ী পুরনিগম থেকে পর্ষদের মত প্রতিষ্ঠানে যারা নিযুক্ত আছেন তারা এতদিন ১৩,৫০০ টাকা বেতন দেওয়া হত। নতুন কেউ জয়েন করলে তাকে এই মাইনেই দেওয়া হত। তবে এবার থেকে শুরু থেকেই ১৬,০০০ টাকা দেওয়া হবে। তবে প্রথম ৫ বছর মাইনে বাড়বে না। এরপর কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়ানো হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ বেতন হবে ৩৮,০০০

যত বছর কাজ করছে সেই হিসাবে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। হিসেব মত যদি কারোর ৫ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে ২০,০০০ টাকা দেওয়া হবে। এরপর ১০ বছরের অভিজ্ঞতা থাকলে ২৫,০০০ টাকা ও ১৫ বছর ধরে কাজ করলে ৩১,০০০ টাকা মাইনে দেওয়া হবে। আর যদি কারোর ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ৩৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। ৬০ বয়স হওয়া অবধি এই বেতনক্রম বজায় থাকবে। যদিও অবসরের পর পেনশন পাবেন না এই কর্মীরা।

READ MORE:  Indian Railways: ট্রেন থেকে বালিশ বা চাদর চুরি করলে কীভাবে ধরা পড়েন যাত্রীরা? জেনে নিন কী শাস্তি হতে পারে

অবশ্য শুধুই সরাসরি সরকারি সংস্থার মাধ্যমে থাকা ড্রাইভারেরা নয়, অন্যান্য সংস্থার মাধ্যমেও যদি সরকারি দফতরের হয়ে গাড়ি চালান তাদের ১৬,০০০ টাকা হিসাবেই বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণা আসার পর হাসি ফুটেছে চুক্তিভিত্তিক কর্মীদের মুখে।

তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতাপ নায়ক এই বেতন বৃদ্ধি প্রসঙ্গে মুখ খুলেছেন। তার মতে, চুক্তিভিত্তিক গাড়ি চালকদের এই সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। একইসাথে বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

READ MORE:  পায়ের ধুলো পড়েছিল নেতাজির, এবার উত্তরবঙ্গের এই জরাজীর্ণ স্টেশনকে নতুন রূপে সাজাচ্ছে রেল