মুখে বলেই হবে UPI পেমেন্ট, Google Pay-তে আসছে ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচার
কয়েক কোটি গুগল পে ব্যবহারকারীদের জন্য একটি নতুন এআই চালিত ফিচার আনছে কোম্পানি। এর সাহায্য কথা বলেই UPI পেমেন্ট করা যাবে। খুব শীঘ্রই ফিচারটি চালু হবে বলে জানা গিয়েছে। ভারতে গুগল পে-এর লিড প্রোডাক্ট ম্যানেজার শরথ বুলুসু-এর মতে, এই ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচারটি অ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে।
যদিও নতুন ফিচারটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানি। বর্তমানে, বহু ব্যবহারকারী খুচরো লেনদেনের জন্য UPI এর উপর ভরসা করেন, তাদের জন্য এটি কার্যকরী ফিচার হতে পারে। শুধু তাই নয়, এই ভয়েস কমান্ড চালু হওয়ার ফলে যারা অনলাইন লেনদেনের সঙ্গে পরিচিত নয়, তারাও লেনদেন করতে পারবেন। ব্যবহারকারী মুখে বললেই টাকা চলে যাবে ব্যবসায়ীর কাছে।
স্থানীয় ভাষায় লেনদেন সহজ করে তোলার জন্য ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করছে গুগল পে। এর পাশাপাশি, দেশে সাইবার জালিয়াতির বাড়তে থাকা ঘটনা মোকাবিলা করতে মেশিন লার্নিং এবং এআই প্রযুক্তির উপর বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এই প্রযুক্তি অনলাইন প্রতারণা এবং হুমকি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারতের বিশাল অনলাইন বাজারের কারণে এই ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি প্রয়োগ করতে উদ্যোগী গুগল পে।
প্রসঙ্গত, দেশে UPI লেনদেনের ক্ষেত্রে ফোনপে এবং গুগল পে এর ব্যবহারকারী সবথেকে বেশি। ২০২৪ সালের নভেম্বরের একটি প্রতিবেদন অনুসারে, মোট UPI লেনদেনের ৩৭ শতাংশ হয় গুগল পে থেকে, যেখানে ফোনেপে’র দখলে রয়েছে ৪৭.৮ শতাংশ লেনদেন। একসাথে, এই প্ল্যাটফর্মগুলি ভারতের UPI বাজারের ৮০ শতাংশেরও বেশি দখল করে রেখেছে।
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন, বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে বরাবরই প্রচুর ভিড় থাকে। অনেক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাচীন মিশরে (Egypt) মমি ও হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য ঘিরে কৌতুহলের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান সময়ে বিনিয়োগের বাজারে অনেক বিকল্প রাস্তা থাকলেও সাধারণ মানুষ এখনো ফিক্সড…
পকেটে নিলে মনেই হবে না স্মার্টফোন আছে। আয়তনে যেমন ছোট, তেমনই ওজনে হালকা। বাজারে চলুন…
শ্বেতা মিত্র, কলকাতা: রেপো রেট (RBI Repo Rate), এই শব্দ জোড়া অনেকেই শুনেছেন। অর্থনীতির একটা…
This website uses cookies.