মূল্যবৃদ্ধির বাজারে খুশির খবর, KTM 390 Duke বাইকের দাম ১৮,০০০ টাকা কমল
দুর্ধর্ষ ডিজাইনের শক্তিশালী মোটরসাইকেল কিনে পরিচিতদের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। তরুণ প্রজন্মের প্রিয় তথা হাই পারফরম্যান্সের জন্য জনপ্রিয় KTM 390 Duke-এর দাম একলাফে ১৮,০০০ টাকা কমে গিয়েছে। ফলে বর্তমানে এই স্ট্রিট নেকেড বাইক কিনতে এ দেশে ২.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।
দাম কমানোর ফলে, ডিজাইন, পারফরম্যান্স, এবং ফিচার্স বিবেচনা করে বাইকটি আরও ভ্যালু ফর মানি মডেলে পরিণত পেয়েছে। KTM 390 Duke একটি ৩৯৯ সিসি, লিকুইড-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে দৌড়য়। এটি ৪৫.৩৭ হর্সপাওয়ার ক্ষমতা এবং ৩৯ এনএম টর্ক তৈরি করে। ইঞ্জিনটি বাই-ডিরেকশনাল কুইকশিফটার সহ ছয়-গতির গিয়ারবক্সেরক্সের সঙ্গে যুক্ত।
কেটিএমের এই মোটরসাইকেলের ইঞ্জিন বিস্ফোরক পারফরম্যান্সের জন্য পরিচিত। আবার রাইডারকে পাওয়ার ডেলিভারি নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য তিনটি রাইড মোড রয়েছে – স্ট্রিট, রেইন এবং ট্র্যাক। এছাড়াও, বাইকটিতে লঞ্চ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ও কর্নারিং এবিএস বৈশিষ্ট্য পাওয়া যাবে। একটি রঙিন টিএফটি ডিসপ্লে মাধ্যমে সমস্ত বৈশিষ্ট্য অ্যাক্সেস করা যাবে।
বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশনের সুবিধাও রয়েছে। কেটিএম ৩৯০ ডিউক একটি স্টিলের ট্রেলিস ফ্রেমের উপর নির্মিত। সাসপেনশনের জন্য, সামনে অ্যাডজাস্টেবল ডব্লিউপি আপসাইড ডাউন ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট রয়েছে। বাইকটি ১৭ ইঞ্চি চাকার উপর ভর করে দৌড়য়। সামনে এবং পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক উপলব্ধ।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.